ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার

ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার (পুরনো নাম ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন পুরস্কার) হলো ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন (বিএফসিএ) কর্তৃক প্রতিবছর আয়োজিত একটি অনুষ্ঠান, যেখানে চলচ্চিত্র জগতের অসাধারণ কাজগুলোকে পুরস্কার প্রদান করা হয়। সপ্তাহব্যাপী মনোনয়নকালে সমালোচকেরা লিখিত ভোট জমা দেন এবং ডিসেম্বরে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। জানুয়ারিতে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নির্বাচিত চলচ্চিত্র ও শিল্পীদের সম্মাননা দেয়া হয়। এছাড়াও বিএফসিএর পরিচালনা পরিষদের বিবেচনায় বিশেষ পুরস্কারও দেয়া হয়ে থাকে।

ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার
বিবরণসর্বোত্তম চলচ্চিত্র কীর্তি
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাব্রডকাস্ট ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত১৯৯৬
ওয়েবসাইটwww.criticschoice.com

প্রথমে এই পুরস্কারের নাম ছিল ক্রিটিকস চয়েস পুরস্কার। ২০১০ সালে চলচ্চিত্র শব্দটি যোগ করা হয় ক্রিটিকস চয়েস টেলিভিশন পুরস্কার থেকে আলাদা করার জন্য। ক্রিটিকস চয়েস পুরস্কার বলতে এখন এই দুই ধরনের পুরস্কারকে একত্রে বোঝানো হয়।[1]

পুরস্কারের বিভাগ

বাতিলকৃত বিভাগ

  • শ্রেষ্ঠ পারিবারিক চলচ্চিত্র (১৯৯৭২০০৭)
  • শ্রেষ্ঠ মারপিটধর্মী চলচ্চিত্র (২০০৯-১৯)
  • শ্রেষ্ঠ বিজ্ঞান কল্পকাহিনী/ভীতিপ্রদ চলচ্চিত্র (২০০৯-১৯)
  • হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা (২০১২ থেকে)
  • হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী (২০১২ থেকে)
  • মারপিটধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা (২০১২-২০১৬)
  • মারপিটধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী (২০১২-২০১৬)
  • শ্রেষ্ঠ শব্দগ্রহণ (২০০৯-২০১১)

অনুষ্ঠান

  • ১৯৯৫
  • ১৯৯৬
  • ১৯৯৭
  • ১৯৯৮
  • ১৯৯৯
  • ২০০০
  • ২০০১
  • ২০০২
  • ২০০৩
  • ২০০৪
  • ২০০৫
  • ২০০৬
  • ২০০৭
  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১
  • ২০১২
  • ২০১৩
  • ২০১৪
  • ২০১৫
  • ২০১৬
  • ২০১৭
  • ২০১৮
  • ২০১৯
  • ২০২০
  • ২০২১
  • ২০২২

তথ্যসূত্র

  1. "Critics' Choice Awards | Home"Critics' Choice Awards। The Broadcast Film Critics Association। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.