ক্রিকেট স্কটল্যান্ড
ক্রিকেট স্কটল্যান্ড হল স্কটল্যান্ড দেশে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পূর্বে এটি স্কটিশ ক্রিকেট ইউনিয়ন নামে পরিচিত ছিল। এটির মূল ভিত্তি হল এডিনবরার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি।
চিত্র:CricketScotlandLogo.svg | |
ক্রীড়া | ক্রিকেট |
---|---|
কার্যক্ষেত্র | স্কটল্যান্ডে ক্রিকেট |
সংক্ষেপে | CS (সিএস) |
প্রতিষ্ঠাকাল | ১৯০৮ |
অধিভুক্ত | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
অধিভুক্তের তারিখ | ১৯৯৪ |
আঞ্চলিক অধিভুক্তি | ইউরোপীয় ক্রিকেট কাউন্সিল |
অধিভুক্তের তারিখ | ১৯৯৭ |
সদর দফতর | এডিনবরা |
অবস্থান | স্কটল্যান্ড |
চেয়ারম্যান | অঞ্জন লুথরা |
মুখ্য নির্বাহী | গর্ডন আর্থার |
পুরুষদের প্রশিক্ষক | খালি |
মহিলাদের প্রশিক্ষক | পিটার রস |
পৃষ্ঠপোষক | পার্কমিড গ্রুপ |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | |
www | |
স্কটিশ ক্রিকেট ইউনিয়ন ১৯০৮ সালে গঠিত হয়েছিল, কিন্তু নাম পরিবর্তন সহ ২০০১-এ একটি বড় পুনর্গঠন করা হয়েছিল। এটি একটি সহযোগী দেশ হিসাবে ১৯৯৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সদস্য হয়। এর তিনটি সাব-অ্যাসোসিয়েশন রয়েছে: ইস্ট অফ স্কটল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন, ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট ইউনিয়ন এবং অ্যাবারডিনশায়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন। ব্রায়ান অ্যাডেয়ার প্রেসিডেন্ট (১৯৮৩) এবং চেয়ারম্যান (১৯৮৬) হিসেবে দায়িত্ব পালন করেন।[1] বর্ণবিদ্বেষের অভিযোগে সমগ্র বোর্ড ২৪ জুলাই ২০২২-এ পদত্যাগ করে।[2]
তথ্যসূত্র
- Heatly, Gary (২ নভেম্বর ২০২১)। "Watsonians pay tribute after Adair dies at 86"। The Scotsman। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১ – PressReader-এর মাধ্যমে।
- "Cricket Scotland board resigns over racism report"। BBC। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২২।
- "Scottish cricket launches Hall of Fame"। ESPNcricinfo।
- "404 – Cricket Scotland"।
- "About Hall of Fame – Cricket Scotland"।
টেমপ্লেট:আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.