ক্রস ফায়ার (দ্ব্যর্থতা নিরসন)
ক্রস ফায়ার বা ক্রসফায়ার বলতে যা বোঝানো হতে পারে;
- ক্রসফায়ার –বন্দুকযুদ্ধের নামে কোন ব্যক্তিকে গুলি করে হত্যা করা।
- ক্রসফায়ার (চলচ্চিত্র) –১৯৪৭ সালে নির্মিত এক ধরনের নোয়া চলচ্চিত্র ও নাটক যা ইহুদি-বিদ্বেষী থিম নিয়ে তৈরি করা হয়েছিলো।
- ক্রস ফায়ার (চলচ্চিত্র) –১৯৩৩ সালে আমেরিকান প্রাক-কোড পশ্চিমা চলচ্চিত্র। প্রখ্যাত অভিনেতা টম কেনি এ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
- ক্রস ফায়ার (কার্ড গেম) –দুই বা তার বেশি লোকেদের জন্য একটি কার্ড গেম।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.