ক্যারল রিড

স্যার ক্যারল রিড (ইংরেজি: Carol Reed; ৩০ ডিসেম্বর ১৯০৬ - ২৫ এপ্রিল ১৯৭৬) ছিলেন একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি অড ম্যান আউট (১৯৪৭), দ্য ফলেন আইডল (১৯৪৮), দ্য থার্ড ম্যান (১৯৪৯) এবং অলিভার! চলচ্চিত্র নির্মাণের জন্য সর্বাধিক পরিচিত।[1] অলিভার! চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন।

Sir

ক্যারল রিড
Carol Reed
জন্ম(১৯০৬-১২-৩০)৩০ ডিসেম্বর ১৯০৬
মৃত্যু২৫ এপ্রিল ১৯৭৬(1976-04-25) (বয়স ৬৯)
চেলসি, লন্ডন, ইংল্যান্ড
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯৩৫–১৯৭২
দাম্পত্য সঙ্গীডায়ানা ওয়াইনইয়ার্ড
(বি. ১৯৪৩; বিচ্ছেদ. ১৯৪৭)

পেনেলোপি ডুডলি-ওয়ার্ড
(বি. ১৯৪৮; মৃ. ১৯৭৬)
সন্তান

অড ম্যান আউট শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার বিজয়ী প্রথম চলচ্চিত্র; চলচ্চিত্র নির্মাতা রোমান পোলান্‌স্কি একাধিকবার এই চলচ্চিত্রটিকে তার প্রিয় চলচ্চিত্র বলে উল্লেখ করেছেন।[2] দ্য ফলেন আইডল দ্বিতীয় বাফটা পুরস্কার আয়োজনে শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের ভোটে দ্য থার্ড ম্যান ছবিটি বিংশ শতাব্দীর সেরা ব্রিটিশ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়।[3]

তথ্যসূত্র

  1. ম্যালকম, ডেরেক (১৬ মার্চ ২০০০)। "Carol Reed: The Third Man"দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৮
  2. "Roman Polanski: Interviews"। মিসিসিপি বিশ্ববিদ্যালয় প্রেস। ২০০৫। পৃ. ১৫৯, ১৮৯। আইএসবিএন ৯৭৮-১-৫৭৮০৬-৮০০-৫।
  3. "Best 100 British films - full list"বিবিসি নিউজ। ২৩ সেপ্টেম্বর ১৯৯৯। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.