ক্যারল বেকার
ক্যারল বেকার (ইংরেজি: Carroll Baker; জন্ম: ২৮শে মে ১৯৩১) হলেন একজন অবসরপ্রাপ্ত মার্কিন অভিনেত্রী। তিনি ১৯৫০ ও ১৯৬০-এর দশকে চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। অ্যাক্টরস স্টুডিওতে লি স্ট্রাসবার্গের অধীনে পাঠ গ্রহণের পর তিনি ১৯৫৪ সালে থেকে ব্রডওয়ে মঞ্চে কাজ শুরু করেন। সেখান থেকে ১৯৫৬ সালে এলিয়া কাজান তাকে টেনেসি উইলিয়ামসের বেবি ডল (১৯৫৬) চলচ্চিত্রে সুযোগ দেন। এই চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার ও বাফটা পুরস্কারে মনোনীত হন এবং শ্রেষ্ঠ সম্ভাবনাময় নবাগত বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।
ক্যারল বেকার | |
---|---|
Carroll Baker | |
![]() | |
জন্ম | জনস্টাউন, পেন্সিল্ভেনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | ২৮ মে ১৯৩১
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেত্রী, লেখিকা, নৃত্যশিল্পী |
কর্মজীবন | ১৯৫২-২০০৩ |
দাম্পত্য সঙ্গী | লুই রিটার (বি. ১৯৫৩; বিচ্ছেদ. ১৯৫৩) জ্যাক গারফিন (বি. ১৯৫৫; বিচ্ছেদ. ১৯৬৯) ডোনাল্ড বার্টন (বি. ১৯৭৮; মৃ. ২০০৭) |
সন্তান | ব্লেঞ্চ বেকার (কন্যা) হার্শেল গারফিন (পুত্র) |
পুরস্কার | গোল্ডেন গ্লোব পুরস্কার |
স্বাক্ষর | |
![]() |
পুরস্কার ও সম্মাননা

১৯৬২ সালের সেপ্টেম্বরে কাম অন স্ট্রং মঞ্চনাটকে বেকার।
বিজয়ী
মনোনীত
- ১৯৫৭: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার - বেবি ডল
- ১৯৫৭: শ্রেষ্ঠ নাট্য চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার - বেবি ডল[1]
- ১৯৫৭: শ্রেষ্ঠ বিদেশি অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার - বেবি ডল[3]
- ১৯৬৪: শীর্ষ নারী তারকা বিভাগে লরেল পুরস্কার[4]
- ১৯৬৫: শীর্ষ নারী তারকা বিভাগে লরেল পুরস্কার
তথ্যসূত্র
- "Carroll Baker"। GoldenGlobes.com (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- The Carpetbaggers (DVD video, 2003) (ইংরেজি ভাষায়)। Catalogue data at WorldCat। ওসিএলসি 051882438। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- "Foreign Actress in 1957"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- মিশেল, ম্যারিলিন। "Carroll Baker Actress, 'Baby Doll,' grandma"। Desert Entertainer (ইংরেজি ভাষায়)। ৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
বহিঃসংযোগ

উইকিমিডিয়া কমন্সে ক্যারল বেকার সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.