ক্যারল কেইন
ক্যারোলিন লরি কেইন (ইংরেজি: Carolyn Laurie Kane; জন্ম: ১৮ই জুন ১৯৫২)[1] হলেন একজন মার্কিন অভিনেত্রী ও কৌতুকাভিনেত্রী। তিনি ১৯৭০-এর দশকে হেস্টার স্ট্রিট (১৯৭৫) ও অ্যানি হল (১৯৭৭) চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন। হেস্টার স্ট্রিট ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারে মনোনীত হন। ১৯৮০-এর দশকের শুরুর দিকে তিনি ট্যাক্সি টেলিভিশন ধারাবাহিকে সিমকা গ্রাভাস চরিত্রে অভিনয় করে দুটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন।
ক্যারল কেইন | |
---|---|
Carol Kane | |
জন্ম | ক্যারোলিন লরি কেইন ১৮ জুন ১৯৫২ |
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী |
কর্মজীবন | ১৯৬৬-বর্তমান |
পুরস্কার | প্রাইমটাইম এমি পুরস্কার (২ বার) |
প্রারম্ভিক জীবন
কেইন ১৯৫২ সালের ১৮ই জুন ওহাইওর ক্লিভল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার পিতা মাইকেল কেইন একজন স্থপতি এবং মাতা জয় একজন জ্যাজ গায়িকা, শিক্ষক, নৃত্যশিল্পী ও পিয়ানো বাদক। তার পরিবার ইহুদি ধর্মাবলম্বী। তার পিতামহ-পিতামহী ও মাতামহ-মাতামহীরা রাশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন। তার যখন ১২ বছর বয়স, তখন তার পিতামাতার বিবাহবিচ্ছেদ হয়।
তথ্যসূত্র
- "Carol Kane Biography (1952-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৮।
বহিঃসংযোগ
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে ক্যারল কেইন (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ক্যারল কেইন (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ক্যারল কেইন (ইংরেজি)