ক্যারল কেইন

ক্যারোলিন লরি কেইন (ইংরেজি: Carolyn Laurie Kane; জন্ম: ১৮ই জুন ১৯৫২)[1] হলেন একজন মার্কিন অভিনেত্রী ও কৌতুকাভিনেত্রী। তিনি ১৯৭০-এর দশকে হেস্টার স্ট্রিট (১৯৭৫) ও অ্যানি হল (১৯৭৭) চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন। হেস্টার স্ট্রিট ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারে মনোনীত হন। ১৯৮০-এর দশকের শুরুর দিকে তিনি ট্যাক্সি টেলিভিশন ধারাবাহিকে সিমকা গ্রাভাস চরিত্রে অভিনয় করে দুটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন।

ক্যারল কেইন
Carol Kane
২০১৮ সালে ক্যারল কেইন
জন্ম
ক্যারোলিন লরি কেইন

(১৯৫২-০৬-১৮)১৮ জুন ১৯৫২
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেত্রী, কৌতুকাভিনেত্রী
কর্মজীবন১৯৬৬-বর্তমান
পুরস্কারপ্রাইমটাইম এমি পুরস্কার (২ বার)

প্রারম্ভিক জীবন

কেইন ১৯৫২ সালের ১৮ই জুন ওহাইওর ক্লিভল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার পিতা মাইকেল কেইন একজন স্থপতি এবং মাতা জয় একজন জ্যাজ গায়িকা, শিক্ষক, নৃত্যশিল্পী ও পিয়ানো বাদক। তার পরিবার ইহুদি ধর্মাবলম্বী। তার পিতামহ-পিতামহী ও মাতামহ-মাতামহীরা রাশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন। তার যখন ১২ বছর বয়স, তখন তার পিতামাতার বিবাহবিচ্ছেদ হয়।

তথ্যসূত্র

  1. "Carol Kane Biography (1952-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.