ক্যাম্প ডেভিড চুক্তি

ক্যাম্প ডেভিড চুক্তি ছিল মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন স্বাক্ষরিত একজোড়া রাজনৈতিক চুক্তি। ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বরে মেরিল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দেশ পশ্চাদপসরণ ক্যাম্প ডেভিডে বারো দিনের গোপন আলোচনার পরে এই চুক্তি হয়। দুটি ফ্রেমওয়ার্ক চুক্তি হোয়াইট হাউসে স্বাক্ষরিত হয়েছিল এবং প্রেসিডেন্ট জিমি কার্টার প্রত্যক্ষ করেছিলেন। এর মধ্যে দ্বিতীয় কাঠামো (মিশর ও ইজরায়েলের মধ্যে শান্তি চুক্তি রদ করার জন্য একটি কাঠামো) সরাসরি ১৯৭৯ সালের মিশর-ইজরায়েল শান্তি চুক্তির দিকে পরিচালিত করে।চুক্তির কারণে সাদাত ও বিগিন ১৯৭৮ সালের যৌথ নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। প্রথম কাঠামো (মধ্যপ্রাচ্যে শান্তির জন্য একটি কাঠামো), যা ফিলিস্তিনি অঞ্চলগুলির সাথে সম্পর্কিত ছিল, ফিলিস্তিনিদের অংশগ্রহণ ছাড়াই লেখা হয়েছিল এবং জাতিসংঘ দ্বারা নিন্দিত হয়েছিল।[1]

ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের উদযাপন: মেনাচেম বিগিন , জিমি কার্টার , আনোয়ার সাদাত

ফলাফল

ইসরায়েলের দখলকৃত সিনাই উপদ্বীপ মিশরকে ফিরিয়ে দিবে এবং এই এলাকায় স্বায়ত্তশাসনের ব্যবস্থা করা হবে। ইসরাইল সিনাই উপদ্বীপ মিশরকে ফিরিয়ে দিলেও অধিকৃত এলাকার স্বায়ত্তশাসন কখনো দেয়নি। এই চুক্তির জন্য মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন ১৯৭৮ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.