ক্যামব্রিজ
ক্যামব্রিজ যুক্তরাজ্যের একটি শহর। এখানে বিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় অবস্থিত।
কেমব্রিজ শহর | |
---|---|
শহর এবং নন-মেট্রোপলিটন জেলা | |
সিটি কাউন্সিলের পরিচায়ক চিহ্ন | |
কেমব্রীজশায়ার মধ্যে কেমব্রিজ | |
স্থানাঙ্ক: ৫২.২০৫° উত্তর ০.১১৯° পূর্ব | |
প্রতিষ্ঠাকাল | ১ম শতাব্দী |
শহরের অবস্থা | ১৯৫১ |
সরকার | |
• ধরন | নন-মেট্রোপলিটন জেলা, শহর |
• পরিচালকবর্গ | কেমব্রিজ সিটি কাউন্সিল |
• মেয়র | শেইলা স্টুয়ার্ট[1] |
• এমপি: | Julian Huppert (এলডি) Andrew Lansley (সি) |
আয়তন | |
• মোট | ১১৫.৬৫ বর্গকিমি (৪৪.৬৫ বর্গমাইল) |
উচ্চতা | ৬ মিটার (২০ ফুট) |
জনসংখ্যা (mid-2019 est.) | |
• মোট | ১,২২,৭০০ (ranked ১৭২nd) |
• কাউন্টি | ৭,৫২,৯০০ |
• জাতিতত্ত্ব (২০০৯)[2] | ৭৩.৫% White British ১.১% White Irish ৭.১% White Other ২.৪% Mixed Race ৮.৪% British Asian ৪.৩% Chinese and other ৩.১% Black British |
সময় অঞ্চল | গ্রিনউইচ মান সময় (ইউটিসি+০) |
• গ্রীষ্মকালীন (দিসস) | বিএসটি (ইউটিসি+১) |
পোস্টকোড | সিবি১ – সিবি৫ |
এলাকা কোড | ০১২২৩ |
ওএনএস কোড | 12UB (ONS) E07000008 (GSS) |
ওএস গ্রিড রেফারেন্স | TL450588 |
ওয়েবসাইট | www.cambridge.gov.uk |
তথ্যসূত্র
- "Biography of the mayor"। Cambridge City Countil। ২০ জুলাই ২০১২। ২৩ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১২।
- "Resident Population Estimates by Ethnic Group (Percentages)"। National Statistics। ২২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.