ক্যান্সার-উৎপাদক বংশাণু
ক্যান্সার-উৎপাদক বংশাণু বা অঙ্কোজিন (ইংরেজি: Oncogene) বলতে এমন একটি বংশাণুকে বোঝায় যার ভেতরের ডিএনএ অনুক্রম কর্কটরোগ বা ক্যান্সার ঘটাতে পারে।
দেহের বহু কোষেরই স্বাভাবিক মৃত্যু ঘটে। কিন্তু ক্যান্সার-আক্রান্ত রোগীর ক্ষেত্রে ক্যান্সার-উৎপাদক বংশাণুর ডিএনএ অনুক্রমটির জন্য ঐ কোষগুলি বেঁচে যায় এবং বংশবৃদ্ধি করে। [1] ক্যান্সার-উৎপাদক বংশাণু থেকে ক্যান্সার ঘটার জন্য সাধারণত আরেকটি ধাপের প্রয়োজন, যেমন-অন্য আরেকটি বংশাণুতে রূপান্তর (মিউটেশন) ঘটা কিংবা পরিবেশগত কোনও কারণ, যেমন- ভাইরাসের সংক্রমণ ঘটা। ১৯৮০-র দশক থেকে এ পর্যন্ত কয়েক ডজন ক্যান্সার-উৎপাদক বংশাণুকে মানবদেহের ক্যান্সারের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ক্যান্সারের নতুন নতুন ওষুধগুলি এই ক্যান্সার-উৎপাদক বংশাণুর ডিএনএ অনুক্রম ও এর উৎপাদগুলিকে আক্রমণ করে। [2][3][4]
তথ্যসূত্র
- The Nobel Prize in Physiology or Medicine 2002. Illustrated presentation.
- Kimball's Biology Pages. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে "Oncogenes" Free full text
- Croce CM, Oncogenes and Cancer, N Engl J Med 2008, 358:502-511 Free full text
- Yokota J (2000 Mar)। ""Tumor progression and metastasis""। Carcinogenesis.। 21 (3): 497–503। পিএমআইডি 10688870। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)Free full text
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.