ক্যাথি বেকার

ক্যাথরিন হুইটন বেকার (জন্ম ৮ জুন ১৯৫০) হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৮৩ সালের নাট্যধর্মী দ্য রাইট স্টাফ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। ১৯৮৭ সালে তিনি স্ট্রিট স্মার্ট চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ন্যাশনাল সোসাইটি অভ ফিল্ম ক্রিটিকস পুরস্কার এবং ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার অর্জন করেন।[1] এছাড়া বেকার পঞ্চাশের অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল জ্যাকনাইফ (১৯৮৯), এডওয়ার্ড সিজারহ্যান্ডস (১৯৯০), দ্য সিডার হাউজ রুলস (১৯৯৯), কোল্ড মাউন্টেন (২০০৩), নাইন লাইভস (২০০৫), দ্য জেন অস্টেন বুক ক্লাব (২০০৭), লাস্ট চান্স হার্ভি (২০০৮), টেক শেল্টার (২০১১), সেভিং মি. ব্যাংকস (২০১৩) ও দি এজ অভ অ্যাডালাইন (২০১৫)।

ক্যাথি বেকার
Kathy Baker
১৯৯৩ সালের সেপ্টেম্বরে ৪৫তম এমি পুরস্কারের বেকার
জন্ম
ক্যাথরিন হুইটন বেকার

(1950-06-08) ৮ জুন ১৯৫০
শিক্ষাক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি (বিএ)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৮৩-বর্তমান
দাম্পত্য সঙ্গীডোনাল্ড ক্যামেলিয়ারি (বি. ১৯৮৫; বিচ্ছেদ. ১৯৯৯)
স্টিভেন রবম্যান (বি. ২০০৩)
সন্তান

টেলিভিশন বেকার সিবিএসের নাট্যধর্মী ধারাবাহিক পিকেট ফেন্সেস (১৯৯২-১৯৯৬)-এ ডক্টর জিল ব্রোক চরিত্রে অভিনয় করেন। এই কাজের জন্য তিনি নাট্যধর্মী ধারাবাহিকে সেরা মুখ্য অভিনেত্রী বিভাগে তিনটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন এবং একটি করে গোল্ডেন গ্লোব পুরস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি টাচড বাই অ্যান অ্যাঞ্জেল, বোস্টন পাবলিকডোর টু ডোর ধারাবাহিকে অভিনয়ের জন্য আরও তিনটি প্রাইমটাইম এমির মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন

বেকার ১৯৫০ সালে টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি নিউ মেক্সিকোর কোয়াকারে বেড়ে ওঠেন।[2] তার পিতা জন সিওয়ান্ড বেকার একজন ভূতত্ত্ববিদ এবং শিক্ষাবিদ। তার মাতা হেলেন অ্যান্ডি (বিবাহপূর্ব হুইটন) ফরাসি বংশোদ্ভূত।[3] বেকার ক্যালিফোর্নিয়ার মিলব্রের মিলস হাই স্কুলে ১৯৬৮ সালে পাস করেন। তার নাট্যতত্ত্বের প্রশিক্ষক অ্যালেন নাইট তার পেশাদার অভিনেত্রী হওয়ার পিছনে অন্যতম অনুপ্রেরণা। তিনি ১৯৭০-এর দশকের শুরুতে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অভ দি আর্টসে অভিনয় নিয়ে অধ্যয়ন করেন। পরে তিনি ১৯৭৭ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি থেকে ফরাসি ভাষায় বিএ ডিগ্রি অর্জন করেন।[4]

তথ্যসূত্র

  1. "Kathy Baker - Biography"দ্য নিউ ইয়র্ক টাইমস। ১০ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০
  2. "Tavis Smiley interview archive site; interview date: September 25, 2007"। অক্টোবর ১৮, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ৮, ২০২০
  3. "Kathy Baker profile at Film Reference.com"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০
  4. "Kathy Baker Biography"। টিভি গাইড। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.