কোস্টা রিকান ফুটবল ফেডারেশন
কোস্টা রিকান ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación Costarricense de Fútbol, ইংরেজি: Costa Rican Football Federation; এছাড়াও ফেদেফুতবল এবংফেদেফুত নামে পরিচিত) হচ্ছে কোস্টা রিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২১ সালের ১৩ই জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪০ বছর পর ১৯৬১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কোস্টা রিকার রাজধানী স্যান হোসেতে অবস্থিত।
কনকাকাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৩ জুন ১৯২১[1] |
সদর দপ্তর | স্যান হোসে, কোস্টা রিকা |
ফিফা অধিভুক্তি | ১৯২৭[1] |
কনকাকাফ অধিভুক্তি | ১৯৬১[2] |
সভাপতি | রদোলফো ভিয়ালোবোস[3] |
সহ-সভাপতি | সের্হিও ইদালগো |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি কোস্টা রিকার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লিগা এলপিডি, কোস্টা রিকান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ, কোস্টা রিকান কাপ সুপারকোপা দে কোস্টা রিকার মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কোস্টা রিকান ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন রদোলফো ভিয়ালোবোস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মার্গারিতা এচেভেরিয়া।
কর্মকর্তা
- ৬ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | রদোলফো ভিয়ালোবোস |
সহ-সভাপতি | সের্হিও ইদালগো |
সাধারণ সম্পাদক | মার্গারিতা এচেভেরিয়া |
কোষাধ্যক্ষ | এলাদিও কারাঞ্জা |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | ক্রিস্টিয়ান উইলিয়ামস |
প্রযুক্তিগত পরিচালক | হুলিও মুরিয়ো |
ফুটসাল সমন্বয়কারী | এদুয়ার্দো পাচেকো |
জাতীয় দলের কোচ (পুরুষ) | রোনালদ গঞ্জালেজ |
জাতীয় দলের কোচ (নারী) | আমেলিয়া বালবের্দে |
রেফারি সমন্বয়কারী | জেফেরি সোলিস |
তথ্যসূত্র
- "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৬ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০।
- "Ramón Coll, electo Presidente de la Confederación de Futbol de América del Norte, América Central y el Caribe"। La Nación (Google News Archive)। ২৩ সেপ্টেম্বর ১৯৬১।
- "La FEDEFUTBOL sigue caminando"। Federación Costarricense de Fútbol। ২৯ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৫।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (স্পেনীয়)
- ফিফা-এ কোস্টা রিকান ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ নভেম্বর ২০১৭ তারিখে (ইংরেজি)
- কনকাকাফ-এ কোস্টা রিকান ফুটবল ফেডারেশন (ইংরেজি)