কোলাসিব জেলা

উত্তর পূর্ব ভারতে অবস্থিত মিজোরাম রাজ্যের আটটি জেলার মধ্যে কোলাসিব জেলা অন্যতম৷ জেলাটির জেলাসদর কোলাসিব শহরে অবস্থিত৷ এটি আয়তনের বিচারে মিজোরামের সবচেয়ে ছোটো জেলা৷

কোলাসিব জেলা
মিজোরামের জেলা
মিজোরামে কোলাসিবের অবস্থান
মিজোরামে কোলাসিবের অবস্থান
দেশভারত
রাজ্যমিজোরাম
সদরদপ্তরকোলাসিব
তহশিল
সরকার
  লোকসভা কেন্দ্রমিজোরাম
  বিধানসভা আসন
আয়তন
  মোট১,৩৮২ বর্গকিমি (৫৩৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৮৩,৯৫৫
  জনঘনত্ব৬১/বর্গকিমি (১৬০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৯৩.৫০
  লিঙ্গানুপাত৯৫৬
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

ভূপ্রকৃৃতি

জলাধার

কোলাসিব জেলাতে অবস্থিত ২০১০ খ্রিষ্টাব্দে নির্মিত একটি পূর্ণাঙ্গ জলাধার হলো সেরলুই বি বাঁধ৷[1] অপর দুটি নির্মীয়মান জলাধার হলো,বৈরাবি বাঁধ[2] এবং তুইরিয়াল বাঁধ৷ ২০১১ খ্রিষ্টাব্দে এই জলাধার দুটি তৈরীর অমুমোদন করা হয়৷[3]

অবস্থান

জেলাটির উত্তরে আসাম রাজ্যের কাছাড় জেলা, পূর্ব ও দক্ষিণাংশে মিজোরাম রাজ্যের আইজল জেলা অবস্থিত৷ জেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) মিজোরাম রাজ্যের মামিত জেলা ও উত্তর পশ্চিমে(বায়ু) আসাম রাজ্যের হাইলাকান্দি জেলা অবস্থিত৷[4]

জনসংখ্যার উপাত্ত

মোট জনসংখ্যা ৬৫৯৬০ (২০০১ জনগণনা) ও ৮৩৯৫৫(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৮ টি জেলার মধ্যে ৬ষ্ঠ৷ মিজোরাম রাজ্যের ৭.৬৫% লোক কোলাসিব জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ৪৮ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ৬১ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ২৭.২৮%, যা ১৯৯১-২০১১ সালের ৩৫.২৫% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৫৬(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৮০৷[5]

ভাষা

কোলাসিব জেলার ভাষাসমূহ ২০১১ [6].[7]

  মিজো (৭৫.৯৩%)
  হ্মার (৭.৫৬%)
  বাংলা (৫.৩০%)
  ত্রিপুরী (৪.৬৩%)
  নেপালি (১.৯০%)
  হিন্দি (১.৩৯%)
  খাসি (০.৬৫%)
  অন্যান্য (২.৬৪%)

ধর্ম

কোলাসিব জেলার বিভিন্ন ধর্মাবলম্বী ২০১১ [8]

  ইসলাম (৫.২৭%)
  অন্যান্য (০.৩৯%)

শিক্ষা

জেলাটির স্বাক্ষরতা হার ৯১.৩৪%(২০০১) তথা ৯৩.৫০%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৯২.৩৪%(২০০১) তথা ৯৪.৫৭%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৯০.২২%(২০০১) তথা ৯২.৩৮% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৬.০৬%৷[5]

প্রশাসনিক বিভাগ

জেলাটি দুটি গ্রামোন্নয়ন ব্লকে বিভক্ত, যথা

  • বিলখথ্লির গ্রামোন্নয়ন ব্লক
  • থিংডল গ্রামোন্নয়ন ব্লক

এছাড়া জেলাটিতে তিনটি লোকসভা কেন্দ্র রয়েছে যথা- তুইরিয়াল, কোলাসিব ও সেরলুই৷

তথ্যসূত্র

  1. "SerluiB A Milestone in the Power Sector"। Eastern Panorama। ২০ অক্টোবর ২০১০। ১৮ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১২
  2. Lalfakzuala। "Bairabi Dam Project 80MW leh TLAWNG HEP 55MW TAN MOU ZIAKFEL"। DIPR Mizoram। ৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১২
  3. "Tuirial Project To Be Completed by 2014"। SINLUNG। ১১ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  4. https://www.mapsofindia.com/maps/mizoram/tehsil/kolasib.html
  5. https://www.census2011.co.in/census/district/387-kolasib.html
  6. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  7. "DISTRIBUTION OF THE 22 SCHEDULED LANGUAGES-INDIA/STATES/UNION TERRITORIES - 2011 CENSUS" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬
  8. https://www.census2011.co.in/data/religion/district/387-kolasib.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.