কোভিড-১৯ টিকা

কোভিড-১৯ টিকা একটি প্রকল্পিত টিকা যা করোনাভাইরাস রোগ ২০১৯ (কোভিড-১৯) এর বিরুদ্ধে কাজ করবে। একটি ভাইরাস বিরোধী টিকা যা লুই পাস্তুরের আবিষ্কৃত পদ্ধতির উপর প্রতিষ্ঠিত। কোভিড ১৯ অভিমারী এর পূর্বে, করোনাভাইরাস সংক্রান্ত রোগ যেমন গুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস এবং মধ্যপ্রাচ্যীয় শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস(সার্স) এর বিরুদ্ধে কার্যকর টিকা আবিষ্কার এর লক্ষ্যে গবেষণালব্ধ কাজ করোনাভাইরাসের আকৃতি এবং কার্যপ্রকৃতি সম্পর্কে জ্ঞানলাভে সহায়তা করে; এই গবেষণালব্ধ জ্ঞান ২০২০ সালের প্রথমাংশে বিভিন্ন ভ্যাক্সিন তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ফেব্রুয়ারি ২০২১-এর হিসাব অনুযায়ী, ক্লিনিক্যাল গবেষণায় মোট ৬৬টি টিকা রয়েছে, যার মধ্যে ১৭টি প্রথম দশার ট্রায়ালে রয়েছে, ২৩টি প্রথম-দ্বিতীয় দশায় রয়েছে, ৬টি দ্বিতীয় দশায় রয়েছে, এবং ২০টি তৃতীয় দশায় রয়েছে।[1] অন্য চারটির আবেদন বাতিল হয়েছে।[1] তৃতীয় দশায় ট্রায়ালে থাকা বেশ কিছু ভ্যাক্সিন, কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে ৯৫% পর্যন্ত সফলতা দেখিয়েছে। ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত, দশটি ভ্যক্সিন অন্তত একটি জাতীয় নিয়ন্ত্রক সংস্থা দ্বারা জনসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে যার মধ্যে দুটি আরএনএ টিকা ( ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ টিকা এবং এমআরএনএ-১২৭৩),চারটি গতানুগতিক iনিস্ক্রিয় টিকা (সাইনোফার্ম এর বিবিআইবিপি-কোরভি, ভারত বায়োটেক এর বিবিভি১৫২, সাইনোভ্যাক এর করোনাভ্যাক, এবং সাইনোফার্ম এর ডব্লুউআইবিপি),তিনটি ভাইরাল ভেক্টর ভ্যাক্সিন ( গামানেয়া গবেষণা কেন্দ্র এর স্পুটনিক-ফাইভ , অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, এবং ক্যানসাইনো বায়োলজিকস এর এডি৫-এনকোভ ), এবং একটি পেপটাইড টিকা ( ভেক্টর ইন্সটিটিউট এর এপিভ্যাককরোনা).[1]

Map of countries by approval status
  Approved for general use, mass vaccination underway
  EUA granted, mass vaccination underway
  EUA granted, limited vaccination
  Approved for general use, mass vaccination planned
  EUA granted, mass vaccination planned
  EUA pending

বিভিন্ন দেশ কিছু পর্যায়ে জনগোষ্ঠীর মধ্যে টিকা প্রয়োগের পরিকল্পনা প্রয়োগ করা শুরু করেছে যাতে অতিরিক্ত ঝুঁকি সম্পন্ন বয়স্ক লোক এবং অতিরিক্ত সংক্রমণের ঝুঁকিতে থাকা স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরা আগে টিকা পেতে পারেন। [2] বিশ্বব্যাপী জাতীয় স্বাস্থ্য সংস্থাগুলোর বিবৃতি অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারি ১ পর্যন্ত, ১০১.৩১ মিলিয়ন কোভিড-১৯ টিকার ডোজ দেওয়া হয়েছে। .[3] ফাইজার, মর্ডানা এবং অ্যাস্ট্রাজেনেকা এর মতে ২০২১ সালের মধ্যে ৫.৩ বিলিয়ন ডোজ তৈরি সম্ভব হবে, যা দ্বারা ৩ বিলিয়ন মানুষকে টিকা প্রয়োগ করা সম্ভব হবে। (কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক প্রভাব তৈরির জন্য প্রত্যেক মানুষের দুটি ডোজের প্রয়োজন হয়।. ২০২০ এর ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশ কর্তৃক প্রায় ১০ বিলিয়নের বেশি টিকার ডোজের পূর্বাদেশ দেওয়া হয়েছে,[4] যার প্রায় অর্ধেক উচ্চ-আয়ের দেশ কর্তৃক দেওয়া যেখানে বিশ্বের ১৪% জনগোষ্ঠী বসবাস করে।[5]

পটভূমি

A US airman receiving a COVID-19 vaccine.

কোভিড-১৯ এর আগে, এমন কোনো সংক্রামক রোগের টিকা ছিল না, যা তৈরিতে কয়েক বছরের কম সময় লেগেছে এবং করোনাভাইরাসের সংক্রামক রোধে সক্ষম টিকাও ছিল না।[6] যদিও প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার্য বেশ কিছু করোনাভাইরাস টিকা উদ্ভাবিত হয়েছে, যার মধ্যে রয়েছে পাখিদের সংক্রামক ক্লোমনালীপ্রদাহ ভাইরাস, কুকুরের করোনাভাইরাস এবং বিড়ালের করোনাভাইরাসে[7] করোনাভিরিডি গোত্রের যেসব ভাইরাস মানুষকে আক্রমণ করে থাকে তাদের মধ্যে গুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস (সার্স) [8] এবং মধ্যপ্রাচ্যীয় শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস (মার্স) [9] রোগকে লক্ষ্য করেই টিকা তৈরির পূর্ববর্তী প্রচেষ্টাগুলো হয়েছিল যা মানুষব্যতীত অন্যান্য প্রাণীদের উপর পরীক্ষা করা হয়েছে। ২০০৫ এবং ২০০৬ সালে বের হওয়া গবেষণাপত্র অনুযায়ী সার্সের জন্য টিকা এবং ঔষুধ আবিষ্কার করা বিশ্বের বিভিন্ন সরকার এবং স্বাস্থ্য সংস্থার অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল।[10][11][12] ভারতে 12-14 বছর বয়সী শিশুদের জন্য কোভিড টিকা [13]

ভারতে 12-14 বছর বয়সী শিশুদের জন্য কোভিড টিকা

মার্স রোগের জন্য কোনো প্রমাণিত টিকা এখনো আবিষ্কৃত হয়নি।[14] মার্স রোগের যখন প্রভাব বেড়ে যায়, তখন ভাবা হয়েছিল সার্সের জন্য বিদ্যমান গবেষণাগুলো মার্স সংক্রমণের বিরুদ্ধে টিকা এবং রোগচিকিৎসাবিজ্ঞান আবিষ্কারে সাহায্যকারী ভিত্তি হিসেবে কাজ করবে।[15][16] ২০২০ সালের মার্চ পর্যন্ত কেবল একটি (ডিএনএ ভিত্তিক) মার্স টিকা আবিষ্কৃত হয়েছে যা মানুষের উপর পরীক্ষার প্রথম ধাপ উত্তীর্ণ করেছে।[17] এবং আরো তিনটি গবেষণা চলমান আছে, যাদের মধ্যে সবাই ভাইরাসীয় বাহক টিকা; এদের মধ্যে দুইটি এডেনোভাইরাসীয় বাহক টিকা (ChAdOx1-MERS, BVRS-GamVac) এবং বাকী একটি এমভিএ বাহক টিকা (MVA-MERS-S)।[18]

পরিকল্পনা ও বিকাশ

২০২০ সালের প্রথম থেকেই, টিকা আবিষ্কার ও বিকাশের লক্ষ্যে ফার্মাসিউটিক্যাল শিল্প এবং সরকারের মধ্যে অভূতপূর্ব সহযোগিতা দেখা যায়।[19] মহামারী প্রস্তুতিমূলক জোট(Coalition for Epidemic Preparedness Innovations (CEPI)) এর মতে, ৪০% টিকার পরিকল্পনা ও বিকাশ উত্তর আমেরিকায়, ৩০% এশিয়া ও অস্ট্রেলিয়ায়, ২৬% ইউরোপে এবং বাকিগুলো দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় হচ্ছে।[19][20]

টিকাপ্রয়োগ নিরাপদ,কার্যকর হবে কিনা এবং টিকাপ্রয়োগের পর বিরুপ প্রতিক্রিয়া আছে কিনা তা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য টিকাগুলোকে কিছু ক্লিনিক্যাল ট্রায়াল এর মধ্য দিয়ে যেতে হয়।[21][22] টিকা আবিস্কারকদের টিকার ২য়-৩য় দশার ট্রায়ালে অংশগ্রহণে ইচ্ছুক যথেস্ট পরিমাণ অংশগ্রহণকারী খোজার জন্য বেশ পরিমাণে সংস্থান ব্যয় করতে হয় যখন ভাইরাসটি বিভিন্ন দেশের মধ্যে এবং ভিতরে সংক্রমণ মাত্রা পরিবর্তন করে "চলমান লক্ষ্য" তে পরিণত হয়।[23] এক্ষেত্রে সংগঠকরা টিকা গ্রহণে অনীহা এবং টিকার বৈজ্ঞানিক কারণকে অবিশ্বাস করার দরূন টিকা গ্রহণে অনিচ্ছুক ব্যক্তির দেখা পেতে পারেন।[24][25]

২০২০ সালের প্রচেষ্টা

সার্স-কোভ-২ (SARS-CoV-2) ২০১৯ সালের পহেলা ডিসেম্বর শনাক্ত করা হয়, যার দ্বারা সৃষ্ট রোগটিকে পরবর্তীতে ২০১৯ করোনাভাইরাস ব্যাধি (কোভিড-১৯) নাম দেওয়া হয়।[26] ২০২০ সালে বিশ্বব্যাপী মহামারী আকারে রোগটির সংক্রমণের দরুন এই রোগের টিকা আবিস্কারের জন্য অর্থবিনিয়োগের পরিমাণ বেড়ে যায় এবং গবেষণাকাজের পরিসর বৃদ্ধি পায়। [26][27] অনেক সংস্থা এই রোগের টিকা আবিষ্কারে প্রকাশিত জিনোম ব্যবহার করছে।[26][28][29][30] প্রায় ৩৫টি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠান এ কাজে জড়িত,[31] যাদের মধ্যে তিনটি মহামারীর প্রস্তুতিমূলক উদ্ভাবনের জন্য জোট (Coalition for Epidemic Preparedness Innovations, CEPI) থেকে সহায়তা পাচ্ছে, যার মধ্যে মডার্না জৈবপ্রযুক্তি সংস্থা,[32] ইনোভিও ফার্মাসিউটিক্যাল এবং কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়[33] ১০ই মার্চ ২০২০ তারিখের একটি প্রতিবেদন অনুযায়ী, সারাবিশ্বে প্রায় ৩০০টি এরকম গবেষণাকর্ম প্রাথমিক পর্যায়ে আছে। [34]

২০২০ সালের মার্চ মাসের প্রথমদিকর মহামারীর প্রস্তুতিমূলক উদ্ভাবনের জন্য জোট (সিইপিআই) বিভিন্ন সরকারী, বেসরকারী, ব্যক্তিগত এবং বেসামরিক প্রতিষ্ঠানের সাথে মিলে ২০০ কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠনের উদ্যেগ নেয়, যার মাধ্যমে কোভিড-১৯ এর টিকা দ্রুত আবিষ্কারের পথে আগানো যাবে। এ উদ্যোগে ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, নরওয়ে এবং যুক্তরাজ্যের সরকার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।[35]

টিকার প্রকারভেদ

Conceptual diagram showing three vaccine types for forming SARS‑CoV‑2 proteins to prompt an immune response: (1) RNA vaccine, (2) subunit vaccine, (3) viral vector vaccine

২০২১ সালের জানুয়ারি পর্যন্ত, নয়টি ভিন্ন প্রযুক্তি মাধ্যম কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর টিকা বিকাশ ও প্রস্তুতে কাজ করছে।[1][36] কোভিড-১৯ এর মূল অ্যান্টিজেন হিসেবে অধিকাংশ মাধ্যমের গবেষণা এবং ক্লিনিক্যাল ট্রায়ালের কেন্দ্রবিন্দু হল করোনাভাইরাস স্পাইক প্রোটিন এবং এর বিকল্পগুলো। [36] ২০২০ সালের মাধ্যমগুলো নিউক্লিক এসিড প্রযুক্তি , প্রতিলিপিহীন ভাইরাল ভেক্টর, পেপ্টাইড, রিকম্বিন্যান্ট প্রোটিন, জীবিত অবনমিত ভাইরাস, এবং নিস্ক্রিয় ভাইরাস ইত্যাদি যুক্ত রয়েছে।.[6][20][36][37]

কোভিড-১৯ ভ্যাক্সিন প্রযুক্তি মাধ্যম, জানুয়ারি ২০২১[1]
আণবিক মাধ্যম[lower-roman 1] মোট
প্রার্থীর সংখ্যা
মানুষে পরীক্ষা চলছে
এমন প্রার্থীর সংখ্যা
অন্তত একটি দেশে অনুমোদিত
এমন প্রার্থীর সংখ্যা
অনুমোদন দিয়েছে
এমন দেশের সংখ্যা
প্রতিলিপিহীন ভাইরাল ভেক্টর ৩৫ ৩২
আরএনএ টিকা ৩৬ ৩২
নিস্ক্রিয় ভাইরাস ১৯ ১৪
প্রোটিনের অংশ ৮০
ডিএনএ টিকা ২৩
ভাইরাসের ন্যায় বস্তু ১৯
প্রতিলিপিসক্ষম ভাইরাল ভেক্টর ২৩
অবনমিত ভাইরাস
  1. Technologies for dozens of candidates are unannounced or "unknown".[1]

চলমান রোগীভিত্তিক পরীক্ষণ (ক্লিনিকাল ট্রায়াল)

  • যুক্তরাষ্ট্রের অ্যালার্জি এবং সংক্রামক রোগসংক্রান্ত জাতীয় সংস্থা (এনআইএআইডি বা NIAID) মডার্না কোম্পানির সাথে মিলে করোনাভাইরাসের পৃষ্ঠতলের কাঁটাগুলির সাথে মিলে যায় এরকম আরএনএ টিকা তৈরির জন্য কাজ করছে।[28] এনআইএআইডি (NIAID) এমআরএনএ-১২৭৩ নামের একটি টিকা সিয়াটল নগরীতে ৪৫ জন স্বাস্থ্যবান পূর্ণবয়ষ্ক মানুষকে টিকাটি পরীক্ষার জন্য নিবন্ধন করা হয়েছে যার জন্য সদস্য সংগ্রহ ২০২০ সালের ১৯শে মার্চ তারিখে শেষ হয়। এটি টিকাটির রোগীভিত্তিক পরীক্ষণের (ক্লিনিক্যাল ট্রায়াল) প্রথম ধাপ।[38] with recruitment completed on 19 March 2020.[39] অতিরিক্ত আরেকটি পরীক্ষণী ইমোরি বিশ্ববিদ্যালয়ে (আটলান্টা, জর্জিয়া) ২০২০ সালের এপ্রিল মাসে শুরু হবে।[40]
  • চীনের থিয়েনচিন নগরীতে অবস্থিত ক্যানসাইনো বায়োলজিক্স ইনকর্পোরেটেড প্রতিষ্ঠানটি একটি পুনর্বিন্যস্ত এডেনোভাইরাস প্রস্তুত করা হয়েছে যার নাম এডি৫-এনসিওভি (Ad5-nCoV), যার প্রথম ধাপের সুরক্ষামূলক পরীক্ষণীর (সেফটি ট্রায়াল) জন্য চীনের উহান নগরীতে ১০৮ জন স্বাস্থ্যবান পূর্ণবয়স্ক মানুষকে সংগ্রহ করা হয়েছে।[41] এ পরীক্ষা ২০২০ সালের শেষ পর্যন্ত চলতে পারে।

সীমাবদ্ধতা

যেসকল টিকা তৈরির কাজ এখন চলছে সেসকল টিকা কার্যকর কিংবা নিরাপদ নাও হতে পারে।[42] একটি গবেষণায় পাওয়া গিয়েছে, ২০০৬ থেকে ২০১৫ এর মধ্যকার টিকাগুলির মধ্যে মাত্র ১১.৫% পরীক্ষার ধাপ-১ থেকে পরীক্ষার ধাপ-৩ এ যেতে পেরেছে। [43]

প্রাক-রোগীভিত্তিক গবেষণার প্রতিবেদন

  • অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে, তারা একটি আণবিক ক্ল্যাম্প টিকা তৈরির চেষ্টা করছে যা অনাক্রম্য প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য ভাইরাসের প্রোটিনকে বংশাণুগতভাবে পরিবর্তন ঘটাতে পারবে। [33]
  • চীনের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র,[44] এবং হংকং বিশ্ববিদ্যালয়.[45] টিকা উদ্ভাবনের জন্য উদ্যোগ গ্রহণ করে।

প্রযুক্তিগত উদ্যোগ

২০২০ সালের মার্চ মাসে মার্কিন সরকার, শিল্পপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলো তাদের তথ্যগুলো একত্রিত করে আইবিএম কোম্পানির সুপারকম্পিউটার এবং আমাজন, মাইক্রোসফট, ও গুগল কোম্পানির ক্লাউড কম্পিউটিংয়ের সাহায্য নিচ্ছে।[46] কোভিড-১৯ উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং কনসোর্টিয়াম (COVID-19 High Performance Computing Consortium) এর সাহায্যে রোগ ছড়ানোর পূর্বাভাস, টিকার সম্ভাব্য প্রতিমান (মডেল) এবং কোভিড-১৯-এর টিকা প্রস্তুতি ও চিকিৎসা প্রণয়নে এক হাজারের বেশি রাসায়নিক উপাদান পরীক্ষা করে দেখা হচ্ছে।[46]

টিকা সমূহ

COVID-19 এর টিকা
টিকাউৎস ভ্যাকসিন টাইপ মান্যতা
ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ টিকা মার্কিন যুক্তরাষ্ট্র /  জার্মানি মেসেঞ্জার আরএনএ ১১৪
মডার্না কোভিড-১৯ টিকা মার্কিন যুক্তরাষ্ট্র মেসেঞ্জার আরএনএ ৭৭
এইচজিসি০১৯  ভারত /  মার্কিন যুক্তরাষ্ট্র (২য় দশার পরীক্ষণাধীন) মেসেঞ্জার আরএনএ
জাইকোভ-ডি  ভারত (৩য় দশার পরীক্ষণাধীন) ডিএনএ টিকা
স্পুটনিক ভি কেভিড-১৯ টিকা রাশিয়া ভাইরাল ভেক্টর টিকা ৭৪
কোভিশিল্ড  যুক্তরাজ্য ভাইরাল ভেক্টর টিকা ১৭২
জনসন অ্যান্ড জনসন কোভিড-১৯ টিকা  মার্কিন যুক্তরাষ্ট্র /  নেদারল্যান্ডস /  বেলজিয়াম ভাইরাল ভেক্টর টিকা ৭৯
কনভিডেসিয়া  গণচীন ভাইরাল ভেক্টর টিকা
বিবিভি১৫৪  ভারত (১ম দশার পরীক্ষণাধীন) ভাইরাল ভেক্টর টিকা
সিনোফর্ম বিবিআইবিপি-কর্ভি কোভিড-১৯ টিকা  গণচীন নিষ্ক্রিয়কারী টিকা ৭৭
করোনাভ্যাক  গণচীন নিষ্ক্রিয়কারী টিকা
কোভাক্সিন  ভারত নিষ্ক্রিয়কারী টিকা ২০
নোভাভ্যাক্স কেভিড-১৯ টিকা  মার্কিন যুক্তরাষ্ট্র /  নরওয়ে /  ভারত সাব-ইউনিট টিকা
কর্বেভ্যাক্স  ভারত /  মার্কিন যুক্তরাষ্ট্র সব ইউনিট টিকা

গুজব এবং ভুল তথ্য

সামাজিক গণমাধ্যমে একটি ষড়যন্ত্র তত্ত্ব আছে যেখানে দাবি করা হচ্ছে যে কোভিড-১৯-এর করোনাভাইরাস সম্পর্কে কিছু ব্যক্তি আগে থেকে জানতো এবং এর জন্য টিকা ইতোমধ্যে আবিস্কৃত হয়েছে। সামাজিক গণমাধ্যমের বিভিন্ন পোস্টে যে কৃতিস্বত্বগুলির (প্যাটেন্ট) কথা বলা হচ্ছে, সেখানে বিভিন্ন করোনাভাইরাস যেমন সার্স করোনাভাইরাসের বংশগতীয় অনুক্রম এবং টিকা নিয়ে কথা বলে হয়েছে। [47][48]

আরও পড়ুন

তথ্যসূত্র

  1. "COVID-19 vaccine development pipeline (Refresh URL to update)"। Vaccine Centre, London School of Hygiene and Tropical Medicine। ১৮ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২১
  2. Beaumont, Peter (১৮ নভেম্বর ২০২০)। "Covid-19 vaccine: who are countries prioritising for first doses?"The Guardianআইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০
  3. "Coronavirus (COVID-19) Vaccinations"Our World in Data। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২১
  4. Mullard, Asher (৩০ নভেম্বর ২০২০)। "How COVID vaccines are being divvied up around the world Canada leads the pack in terms of doses secured per capita"Natureএসটুসিআইডি 227246811ডিওআই:10.1038/d41586-020-03370-6পিএমআইডি 33257891 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য)। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০
  5. So, Anthony D; Woo, Joshua (ডিসেম্বর ২০২০)। "Reserving coronavirus disease 2019 vaccines for global access: cross sectional analysis"BMJ371: m4750। আইএসএসএন 1756-1833ডিওআই:10.1136/bmj.m4750পিএমআইডি 33323376 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য)পিএমসি 7735431 |pmc= এর মান পরীক্ষা করুন (সাহায্য) অজানা প্যারামিটার |name-list-style= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  6. Gates, Bill (৩০ এপ্রিল ২০২০)। "The vaccine race explained: What you need to know about the COVID-19 vaccine"। The Gates Notes। ১৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০২০ অজানা প্যারামিটার |name-list-style= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  7. Cavanagh D (ডিসেম্বর ২০০৩)। "Severe acute respiratory syndrome vaccine development: experiences of vaccination against avian infectious bronchitis coronavirus"Avian Pathology32 (6): 567–82। ডিওআই:10.1080/03079450310001621198পিএমআইডি 14676007পিএমসি 7154303 |pmc= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  8. Gao W, Tamin A, Soloff A, D'Aiuto L, Nwanegbo E, Robbins PD, ও অন্যান্য (ডিসেম্বর ২০০৩)। "Effects of a SARS-associated coronavirus vaccine in monkeys"Lancet362 (9399): 1895–96। ডিওআই:10.1016/S0140-6736(03)14962-8পিএমআইডি 14667748পিএমসি 7112457 |pmc= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  9. Kim E, Okada K, Kenniston T, Raj VS, AlHajri MM, Farag EA, ও অন্যান্য (অক্টোবর ২০১৪)। "Immunogenicity of an adenoviral-based Middle East Respiratory Syndrome coronavirus vaccine in BALB/c mice"Vaccine32 (45): 5975–82। ডিওআই:10.1016/j.vaccine.2014.08.058পিএমআইডি 25192975পিএমসি 7115510 |pmc= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  10. Greenough, Thomas C.; Babcock, Gregory J.; Roberts, Anjeanette; Hernandez, Hector J.; ও অন্যান্য (১৫ ফেব্রুয়ারি ২০০৫)। "Development and Characterization of a Severe Acute Respiratory Syndrome–Associated Coronavirus–Neutralizing Human Monoclonal Antibody That Provides Effective Immunoprophylaxis in Mice"The Journal of Infectious Diseases191 (4): 507–14। ডিওআই:10.1086/427242পিএমআইডি 15655773
  11. Tripp, Ralph A.; Haynes, Lia M.; Moore, Deborah; Anderson, Barbara; ও অন্যান্য (সেপ্টেম্বর ২০০৫)। "Monoclonal antibodies to SARS-associated coronavirus (SARS-CoV): Identification of neutralizing and antibodies reactive to S, N, M and E viral proteins"। Journal of Virological Methods128 (1–2): 21–8। ডিওআই:10.1016/j.jviromet.2005.03.021পিএমআইডি 15885812
  12. Roberts, Anjeanette; Thomas, William D.; Guarner, Jeannette; Lamirande, Elaine W.; ও অন্যান্য (মার্চ ২০০৬)। "Therapy with a Severe Acute Respiratory Syndrome–Associated Coronavirus–Neutralizing Human Monoclonal Antibody Reduces Disease Severity and Viral Burden in Golden Syrian Hamsters"। The Journal of Infectious Diseases193 (5): 685–92। ডিওআই:10.1086/500143পিএমআইডি 16453264
  13. "Covid vaccinations for children in 12-14 age group begins today"India Today। ১৬ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২২
  14. Shehata, M.M., Gomaa, M.R., Ali, M.A. et al. Middle East respiratory syndrome coronavirus: a comprehensive review. Front. Med. 10, 120–136 (2016). ডিওআই:10.1007/s11684-016-0430-6
  15. Butler, Declan (অক্টোবর ২০১২)। "SARS veterans tackle coronavirus"। Nature490 (7418): 20। ডিওআই:10.1038/490020aপিএমআইডি 23038444বিবকোড:2012Natur.490...20B
  16. Modjarrad, Kayvon; Roberts, Christine C.; Mills, Kristin T.; Castellano, Amy R.; Paolino, Kristopher; Muthumani, Kar; Reuschel, Emma L.; Robb, Merlin L.; Racine, Trina; Oh, Myoung-don; Lamarre, Claude; Zaidi, Faraz I.; Boyer, Jean; Kudchodkar, Sagar B.; Jeong, Moonsup; Darden, Janice M.; Park, Young K.; Scott, Paul T.; Remigio, Celine; Parikh, Ajay P.; Wise, Megan C.; Patel, Ami; Duperret, Elizabeth K.; Kim, Kevin Y.; Choi, Hyeree; White, Scott; Bagarazzi, Mark; May, Jeanine M.; Kane, Deborah; ও অন্যান্য (২০১৯)। "Safety and immunogenicity of an anti-Middle East respiratory syndrome coronavirus DNA vaccine: a phase 1, open-label, single-arm, dose-escalation trial."। The Lancet Infectious Diseases19 (9): 1013–1022। ডিওআই:10.1016/S1473-3099(19)30266-Xপিএমআইডি 31351922
  17. Yong, Chean Yeah; Ong, Hui Kian; Yeap, Swee Keong; Ho, Kok Lian; Tan, Wen Siang (২০১৯)। "Recent Advances in the Vaccine Development Against Middle East Respiratory Syndrome-Coronavirus"Frontiers in Microbiology10: 1781। ডিওআই:10.3389/fmicb.2019.01781পিএমআইডি 31428074পিএমসি 6688523
  18. Le, Tung Thanh; Cramer, Jakob P.; Chen, Robert; Mayhew, Stephen (৪ সেপ্টেম্বর ২০২০)। "Evolution of the COVID-19 vaccine development landscape"। Nature Reviews Drug Discovery19 (10): 667–68। আইএসএসএন 1474-1776এসটুসিআইডি 221503034ডিওআই:10.1038/d41573-020-00151-8পিএমআইডি 32887942 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য) অজানা প্যারামিটার |name-list-style= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  19. Thanh Le, Tung; Andreadakis, Zacharias; Kumar, Arun; Gómez Román, Raúl; Tollefsen, Stig; Saville, Melanie; ও অন্যান্য (৯ এপ্রিল ২০২০)। "The COVID-19 vaccine development landscape"। Nature Reviews Drug Discovery19 (5): 305–06। আইএসএসএন 1474-1776ডিওআই:10.1038/d41573-020-00073-5পিএমআইডি 32273591 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য) অজানা প্যারামিটার |name-list-style= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  20. "Vaccine Safety – Vaccines"vaccines.gov। US Department of Health and Human Services। ২২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০
  21. "The drug development process"। U.S. Food and Drug Administration (FDA)। ৪ জানুয়ারি ২০১৮। ২২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০
  22. Cohen, Jon (১৯ জুন ২০২০)। "Pandemic vaccines are about to face the real test"। Science368 (6497): 1295–96। ডিওআই:10.1126/science.368.6497.1295পিএমআইডি 32554572 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য)বিবকোড:2020Sci...368.1295C অজানা প্যারামিটার |name-list-style= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  23. Dubé, Eve; Laberge, Caroline; Guay, Maryse; Bramadat, Paul; Roy, Réal; Bettinger, Julie (১ আগস্ট ২০১৩)। "Vaccine hesitancy: an overview"Human Vaccines and Immunotherapeutics9 (8): 1763–73। আইএসএসএন 2164-554Xডিওআই:10.4161/hv.24657পিএমআইডি 23584253পিএমসি 3906279 অজানা প্যারামিটার |name-list-style= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  24. Howard, Jacqueline; Stracqualursi, Veronica (১৮ জুন ২০২০)। "Fauci warns of 'anti-science bias' being a problem in US"। CNN। ২১ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২০ অজানা প্যারামিটার |name-list-style= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  25. Fauci, Anthony S.; Lane, H. Clifford; Redfield, Robert R. (২৮ ফেব্রুয়ারি ২০২০)। "Covid-19 — Navigating the Uncharted"। New England Journal of Medicineআইএসএসএন 0028-4793ডিওআই:10.1056/nejme2002387পিএমআইডি 32109011 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  26. Gates, Bill (২৮ ফেব্রুয়ারি ২০২০)। "Responding to Covid-19 — A Once-in-a-Century Pandemic?"। New England Journal of Medicineআইএসএসএন 0028-4793ডিওআই:10.1056/nejmp2003762পিএমআইডি 32109012 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  27. Steenhuysen J, Kelland K (২৪ জানুয়ারি ২০২০)। "With Wuhan virus genetic code in hand, scientists begin work on a vaccine"Reuters। ২৫ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২০
  28. Praveen Duddu. Coronavirus outbreak: Vaccines/drugs in the pipeline for Covid-19 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে. clinicaltrialsarena.com 19 February 2020.
  29. Lee, Jaimy (৭ মার্চ ২০২০)। "These nine companies are working on coronavirus treatments or vaccines — here's where things stand"MarketWatch। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০
  30. Spinney, Laura (১৮ মার্চ ২০২০)। "When will a coronavirus vaccine be ready?"The Guardian। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২০
  31. Ziady, Hanna (২৬ ফেব্রুয়ারি ২০২০)। "Biotech company Moderna says its coronavirus vaccine is ready for first tests"CNN। ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০
  32. Devlin, Hannah (২৪ জানুয়ারি ২০২০)। "Lessons from SARS outbreak help in race for coronavirus vaccine"The Guardian। ২৫ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২০
  33. Devlin, Hannah; Sample, Ian (১০ মার্চ ২০২০)। "Hopes rise over experimental drug's effectiveness against coronavirus"The Guardian। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০
  34. "CEPI welcomes UK Government's funding and highlights need for $2 billion to develop a vaccine against COVID-19"। Coalition for Epidemic Preparedness Innovations, Oslo, Norway। ৬ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০
  35. Thanh Le, Tung; Cramer, Jakob P.; Chen, Robert; Mayhew, Stephen (৪ সেপ্টেম্বর ২০২০)। "Evolution of the COVID-19 vaccine development landscape"। Nature Reviews Drug Discovery19 (10): 667–68। আইএসএসএন 1474-1776এসটুসিআইডি 221503034ডিওআই:10.1038/d41573-020-00151-8পিএমআইডি 32887942 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য) অজানা প্যারামিটার |name-list-style= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  36. Diamond, Michael S; Pierson, Theodore C (১৩ মে ২০২০)। "The challenges of vaccine development against a new virus during a pandemic"Cell Host and Microbe27 (5): 699–703। ডিওআই:10.1016/j.chom.2020.04.021পিএমআইডি 32407708 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য)পিএমসি 7219397 |pmc= এর মান পরীক্ষা করুন (সাহায্য) অজানা প্যারামিটার |name-list-style= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  37. "NIH clinical trial of investigational vaccine for COVID-19 begins" (ইংরেজি ভাষায়)। US National Institutes of Health। ১৬ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০
  38. "Kaiser Permanente launches first coronavirus vaccine trial"। Kaiser Permanente, Washington Health Research Institute, Seattle। ১৬ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০
  39. Andrew Dunn (২৪ মার্চ ২০২০)। "The first study of a potential coronavirus vaccine will soon start recruiting healthy volunteers in Georgia at Emory University"। Business Insider। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০
  40. Elise Mak (১৮ মার্চ ২০২০)। "China approves first homegrown COVID-19 vaccine to enter clinical trials"BioWorld। ২৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০
  41. Thorp, H. Holden (২৩ মার্চ ২০২০)। "Underpromise, overdeliver" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। American Association for the Advancement of Science। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০
  42. "Clinical Development Success Rates 2006-2015" (পিডিএফ)। BIO Industry Analysis। জুন ২০১৬।
  43. Jeong-ho, Lee; Zheng, William; Zhou, Laura (২৬ জানুয়ারি ২০২০)। "Chinese scientists race to develop vaccine as coronavirus death toll jumps"South China Morning Post। ২৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০
  44. Cheung, Elizabeth (২৮ জানুয়ারি ২০২০)। "Hong Kong researchers have developed coronavirus vaccine, expert reveals"South China Morning Post। ২৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০
  45. Shankland, Stephen। "Sixteen supercomputers tackle coronavirus cures in US"CNET (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৩
  46. Kertscher, Tom (২৩ জানুয়ারি ২০২০)। "No, there is no vaccine for the Wuhan coronavirus"PolitiFactPoynter Institute। ৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২০
  47. McDonald, Jessica (২৪ জানুয়ারি ২০২০)। "Social Media Posts Spread Bogus Coronavirus Conspiracy Theory"FactCheck.orgAnnenberg Public Policy Center। ৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.