কোদালপুর ইউনিয়ন
কোদালপুর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1][2]
কোদালপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() কোদালপুর ![]() ![]() কোদালপুর | |
স্থানাঙ্ক: ২৩°২৯′৫৯″ উত্তর ৯০°১৫′২৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | শরীয়তপুর জেলা |
উপজেলা | গোসাইরহাট উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন ও জনসংখ্যা
দর্শনীয় স্থান'
১। কোদালপুর বাজার । এখানে সপ্তাহে দুইদিন হাট বসে, শনিবার এবং বুধবার।
২। কোদালপুর পাক দরবার শরীফ - আজিজ মঞ্জিল। দায়েমী কোদালপুরে প্রতিষ্ঠিত । এখানে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তিনদিন ব্যাপি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
৩। কোদালপুর পাক দরবার শরীফ । বলু সরদার পাড়ায় প্রতিষ্ঠিত । এখানে প্রতিবছর জানুয়ারি মাসের বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
৪। কোদালপুর লঞ্চঘাট । মেঘনা নদী সংলগ্ন এ ঘাটে প্রতিদিন ঢাকাগামী লঞ্চসহ ইঞ্জিন চালিত বিভিন্ন নৌকা চলাচল করে।
৫। বালুরচর বাজার । এখানে সপ্তাহে দুইদিন হাট বসে, মঙ্গলবার এবং শুক্রবার।
৬। ঠান্ডা বাজার । মেঘনার চরে অবস্থিত এ বাজারে মাছের আড়ৎ রয়েছে। এখানে প্রতিদিনই বিভিন্ন প্রকার মাছ কেনাবেচা হয় ।
৭। ছাদ বাগান । পেয়াদাবাড়ি মোড়ে অবস্থিত একতলা বাগানবাড়ির ছাদে এ ছাদ বাগান । এ ছাদ বাগানে বিভিন্ন রকমের ফলের গাছ এবং অন্যান্য গাছ রয়েছে ।
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান-জনাব মোঃ মিজানুর রহমান সরদার। মেয়াদঃ দ্বিতীয়বারের মত নির্বাচিত চেয়ারম্যান
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা !ক্রমিক !নাম !মেয়াদ
০১। মরহুম নজরুল ইসলাম ছৈয়াল মেয়াদঃ দুইবারের নির্বাচিত চেয়ারম্যান
০২। মরহুম সামসুল হক মোল্লা মেয়াদঃ একবারের নির্বাচিত চেয়ারম্যান
০৩। মরহুম সাহেদ পারভেজ অাব্বাস মোল্লা মেয়াদঃ তিন তিন বারের নির্বাচিত চেয়ারম্যান
০৪। জনাব সৈয়দ নাসির উদ্দিন নাসির মেয়াদঃ দুইবারের নির্বাচিত চেয়ারম্যান
আরও দেখুন
তথ্যসূত্র
- "কোদালপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০।
- "গোসাইরহাট উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০।