কোদালকাটি ইউনিয়ন

২নং কোদালকাটি ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]

কোদালকাটি ইউনিয়ন
ইউনিয়ন
২নং কোদালকাটি ইউনিয়ন পরিষদ।
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাচর রাজিবপুর উপজেলা 
ইউপি ভবন স্থাপন কাল১৯৭৩
আয়তন
  মোট১১ বর্গকিমি (৪ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট২৬,০০০
  জনঘনত্ব২,৪০০/বর্গকিমি (৬,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

কোদালকাটি ইউনিয়নটি চার দিকে নদীবেষ্টীত একটি দ্বীপ। এর উত্তরে অষ্টমীর চর ইউপি, দক্ষিণে রাজিবপুর ও মোহন গঞ্জ ইউপি, পূবে যাদুর চর ইউপি,আর পশ্চিমে অষ্টমীর চর ইউপি।[2] কোদালকাটি ইউনিয়নটি চার পাশে নদী দ্বারা বেষ্টিত একটি দ্বীপ চর। পশ্চিমে ব্রক্ষপুত্র এবং পূব উত্তর ও দক্ষণে সোনাভরি নদী।[2]

ইতিহাস

কোদালকাটি ইউনিয়নটি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলাধীন এর পশ্চিম দিকে অবস্থিত। এই ইউনিয়নটি পূবে রাজিবপুর ইউনিয়ন ভুক্ ছিল। পরে স্খনীয় ব্যক্তি মরহুম আঃ কুদ্দুস আলীর সহযোগীতায় কোদালকাটি ইউনিয়ন গঠন করা হয়।[2]

মৌজা ও গ্রামের সংখ্যা

  1. কোদালকাটি
  2. চর সাজাই
  3. সাজাই
  4. মাধবপুর শংকর পুর
  • গ্রামের সংখ্যাঃ ১৬টি।[2]

মোটজমির পরিমাণ

  • চাষ উপযোগীঃ ২৫০ একর
  • পতিত জমিঃ ২০৮ একর।[2]

প্রতিষ্ঠান

  • সরকারী প্রাথমিক বিদ্যালয়:
  • উচ্চ বিদ্যালয়: ০৪টি
  • হাফিজিয়া মাদ্রাসা: ০২টি।
  • পোস্ট অফিস-১টি
  • কমিউনিটি ক্লিনিক- ২টি।[2]

যোগাযোগ ব্যবস্থা

২ নং কোদালকাটি ইউনিয়ন পরিষদটি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলাধীন ২ নং কোদালকাটি ইউনিয়ন পরিষদে আসা যায়। সেক্ষেত্রে নৌকা থেকে ভ্যানে অথবা হেটে বাজার আসতে হবে এবং যাতায়াত ভাড়াবাবদ খরচ হবে সামান্য টাকা।

· রাজিবপুর উপজেলা সদর থেকে ইউনিয়ন পরিষদের দুরত্ব ৪.২৫ কি.মি.

· উপজেল খেকে ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা-

· নৌকা -খেয়াভাড়ার হার -১০ টাকা। (জনপ্রতি) · ভ্যান- ভাড়ার হার - ২০ টাকা ।(জনপ্রতি)[2]

দর্শনীয় স্থান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "চর রাজিবপুর উপজেলা"। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৫
  2. "কোদালকাটি ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.