কোতলি জেলা

কোতলি জেলা পাকিস্তান শাসিত আজাদ কাশ্মিরের দশ জেলার মধ্যে অন্যতম একটি জেলা। কোতলি হচ্ছে জেলাটির প্রধান শহর।[1]

কোতলি
ضلع کوٹلی
জেলা
আজাদ কাশ্মীরের কোতলি জেলার মানচিত্র তুলে ধরা হয়েছে
আজাদ কাশ্মীরের কোতলি জেলার মানচিত্র তুলে ধরা হয়েছে
স্থানাঙ্ক: ৩৩.১৫০২° উত্তর ৭৩.৭৫৩২° পূর্ব / 33.1502; 73.7532
দেশপাকিস্তান
প্রদেশআজাদ জম্মু ও কাশ্মির
প্রতিষ্ঠাকাল১৯৭৫
সদরদপ্তরকোতলি
আয়তন
  মোট১,৮৬২ বর্গকিমি (৭১৯ বর্গমাইল)
জনসংখ্যা (১৯৯৮)
  মোট৬,৪০,০০০
  জনঘনত্ব৩৫২/বর্গকিমি (৯১০/বর্গমাইল)
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)
তহসিলের সংখ্যা

প্রশাসনিক বিভাগ

কোতলি জেলা ১৯৭৫ সাল পর্যন্ত মিরপুর জেলার একটি উপ-বিভাগ হিসেবে পরিচালিত হয়েছিল। ১৯৪৭ সালের আগে এটি জম্মু অঞ্চলের একটি অন্যতম অংশ ছিল। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটি পূর্বের কাশ্মীরের ভারতীয় অংশ এবং দক্ষিণে মিরপুর জেলা এবং উত্তরে রাওয়ালকোট ঘিরে রেখেছে। জেলাটি ৪টি তহসিল (উপ-বিভাগ) বিভক্ত:

  • কোতলি তহসিল
  • খুইরাত্তা তহসিল
  • ফতেপুর থাকিয়ালা-নকিয়াল তহসিল
  • সাহেনসাহ তহসিল
  • চরই তহসিল
  • দুলিয়া জাতান তহসিল

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.