কোচবিহার

কোচবিহার বা কুচবিহার হল পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার জেলা সদর ও একটি গুরুত্বপূর্ণ শহর। কোচবিহারের উত্তরপূর্বে আসাম রাজ্য এবং দক্ষিণে বাংলাদেশ

কোচবিহার
কুচবিহার
শহর
কোচবিহার রাজবাড়ি
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাকোচবিহার
সরকার
  ধরনপৌরসভা
  শাসককোচবিহার পৌরসভা
আয়তন
  মোট৮.১৯ বর্গকিমি (৩.১৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৭৭,৯৩৫
  জনঘনত্ব৯,৫০০/বর্গকিমি (২৫,০০০/বর্গমাইল)
ভাষা
  সরকারিবাংলা, ইংরেজি, রাজবংশী
সময় অঞ্চলভারত মান সময় (ইউটিসি+৫:৩০)
ডাক সূচক সংখ্যা৭৩৬১০১
দূরভাষ সংখ্যা+৯১ ৩৫৮২
যানবাহন নিবন্ধনWB-64/63
লোকসভা কেন্দ্রকোচবিহার
বিধানসভা কেন্দ্রকোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, নাটাবাড়ি
ওয়েবসাইটwww.coochbeharmunicipality.com/front.php

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে কুচ বিহার শহরের জনসংখ্যা হল ৭৭,৯৩৫ জন।[1] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

এখানে সাক্ষরতার হার ৮২%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৬% এবং নারীদের মধ্যে এই হার ৭৭%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে কোচবিহার এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ৯% হল ৬ বছর বা তার কম বয়সী।

দর্শনীয় স্থান

কোচবিহার রাজবাড়ি

কোচবিহার রাজবাড়ি (অপর নাম ভিক্টর জুবিলি প্যালেস) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরের একটি দর্শনীয় স্থান। ১৮৮৭ সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিমহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল।

কোচবিহার রাজবাড়ি ইষ্টক-নির্মিত। এটি ক্ল্যাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা ভবন। মোট এলাকার উপর ভবনটি অবস্থিত। বাড়িটি দীর্ঘ ও প্রশস্ত। এর উচ্চতা । ভবনের কেন্দ্রে একটি সুসজ্জিত উঁচু ও রেনেসাঁ শৈলীতে নির্মিত দরবার হল রয়েছে। এছাড়া বাড়িতে রয়েছে ড্রেসিং রুম, শয়নকক্ষ, বৈঠকখানা, ডাইনিং হল, বিলিয়ার্ড হল, গ্রন্থাগার, তোষাখানা, লেডিজ গ্যালারি ও ভেস্টিবিউল। যদিও এই সব ঘরে রাখা আসবাব ও অন্যান্য সামগ্রী এখন হারিয়ে গিয়েছে।[2]

কোচবিহার রাজবাড়ির সম্মুখভাগে বাড়ির প্রকৃত রং

শিক্ষা প্রতিষ্ঠান

  • সুনীতি একাডেমী
  • মণীন্দ্রনাথ হাইস্কুল
  • রামভোলা হাইস্কুল
  • এ.বি.এন. শীল কলেজ
  • উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়
  • কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়
  • তুফানগঞ্জ মহাবিদ্যালয়
  • মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়
  • ইউনিভার্সিটি বি. টি এন্ড ইভিনিং কলেজ
  • কোচবিহার কলেজ
  • জামালদাহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়
  • উচলপুকুরী কৃষক উদ্যোগ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়।
  • তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ন মেমোরিয়াল হাই স্কুল

পরিবহন

২০১৯ সালে নিউ কোচবিহার জংশন রেলওয়ে স্টেশন

কোচবিহার সড়কপথ, রেলপথ এবং অকাশপথে পারিবহন ব্যবস্থা রয়েছে। কোচবিহার বিমানবন্দর কলকাতায় দৈনিক উড়ান পরিষেবা প্রদান করে।[3]

নিউ কোচবিহার জংশন রেলওয়ে স্টেশন, যা শহরের সঙ্গে কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাইগুয়াহাটির যোগাযোগ রক্ষা করে। ২০১৮ সালে এটি উত্তরপূর্ব সীমান্ত রেল অঞ্চলের ব্যস্ততম রেলওয়ে স্টেশন।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ভারতের ২০১১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জুলাই ৭, ২০২০
  2. http://www.coochbehar.nic.
  3. "Cooch Behar back on West Bengal's aviation map"The Times of India। ২০২৩-০২-২২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.