কৈখালী ইউনিয়ন
কৈখালী ইউনিয়ন বাংলাদেশের সাতক্ষীরা জেলার অন্তর্গত শ্যামনগর উপজেলার সর্ব দক্ষিণের একটি ইউনিয়ন।[1][2]
কৈখালী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৫নং কৈখালী ইউনিয়ন পরিষদ | |
![]() ![]() কৈখালী ইউনিয়ন ![]() ![]() কৈখালী ইউনিয়ন | |
স্থানাঙ্ক: ২২°১৪′৩″ উত্তর ৮৯°৩′১০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | শ্যামনগর উপজেলা ![]() |
সরকার | |
• সভাপতি | জনাব আলহাজ্ব ডাক্তার আব্দুস সবুর (বাংলাদেশ আওয়ামীলীগ) |
আয়তন | |
• মোট | ৪৯ বর্গকিমি (১৯ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৯,৬৭৮ |
• জনঘনত্ব | ৮১০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
কৈখালী ইউনিয়নের দক্ষিণে মালাঞ্চ নদী, পশ্চিমে ঈশ্বরীপুর ইউনিয়ন, উত্তরে বুড়ি গোয়ালীনি ইউনিয়ন, পূর্বে সুন্দরবন এবং দক্ষিণে রমজাননগর ইউনিয়ন অবস্থিত।এই ইউনিয়নের মোট আয়তন ৪৯ বর্গ কিঃ মিঃ[2]
জনসংখ্যা
৩৯,৬৭৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)[1]
শিক্ষাপ্রতিষ্ঠান
ইউনিয়নে শিক্ষার হার ৬৬.২৫%।
সরকারি প্রাথমিক বিদ্যালয় সংখ্যা ১৩টি
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংখ্যা ০৭টি
উচ্চ বিদ্যালয় ৪টি
মাদ্রাসা ৩টি
প্রশাসনিক এলাকা
- কৈখালী
- পশ্চিম কৈখালী
- পৃর্বকৈখালী
- সেন্ট্রাল কালীনগর
- পৃর্ব মুন্সীগঞ্জ জেলেখালী
- পূর্ব কালিনগর কুলতী
- দক্ষিণ কদমতলা
- মথুরাপুর কচুখালী
- হরিনগর
- সিংহড়তলী
- পার্শ্বেখালী
- মরাগাং
- যতীন্দ্রনগর
- চুনকুড়ি
- বড়ভেটখালী
- হেতালখালী
- ছোটভেটখালী
তথ্যসূত্র
- "কৈখালী ইউনিয়ন"। kaikhaliup.satkhira.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৫।
- "কৈখালী ইউনিয়ন পরিষদ - কৈখালী ইউ.পি"। kaikhaliup.com। ২০২০-০২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৫।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.