কেশবপুর উপজেলা

কেশবপুর উপজেলা বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।

কেশবপুর
উপজেলা
কেশবপুর
কেশবপুর
বাংলাদেশে কেশবপুর উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৪′২৭″ উত্তর ৮৯°৩৩′৪৬″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
প্রতিষ্ঠা1984
উপজেলা প্রশাসন, কেশবপুরযশোর 6
সরকার
  সাংসদশাহিন চাকলাদার (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট২৫৮.৫৩ বর্গকিমি (৯৯.৮২ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)[1]
  মোট২,৫৩,২৯১
  জনঘনত্ব৯৮০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট75%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৪৫০
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ৪১ ৩৮
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও আয়তন

এটি খুলনা বিভাগের অধীন যশোর জেলার অন্তর্গত। এর আয়তন ২৫৮.৫৩ বর্গকিলোমিটার। যশোর শহর থেকে এর দুরত্ব ৩২ কিলোমিটার। এর উত্তের মণিরামপুর উপজেলা, দক্ষিণে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা, পূর্বে অভয়নগর উপজেলা, পশ্চিমে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা

প্রশাসনিক এলাকা

এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে-

  1. ত্রিমোহিনী ইউনিয়ন
  2. সাগরদাঁড়ী ইউনিয়ন
  3. মজিদপুর ইউনিয়ন
  4. বিদ্যানন্দকাটি ইউনিয়ন
  5. মঙ্গলকোট ইউনিয়ন
  6. কেশবপুর ইউনিয়ন
  7. পাজিয়া ইউনিয়ন
  8. সুফলাকাটি ইউনিয়ন
  9. গৌরিঘোনা ইউনিয়ন
  10. সাতবাড়িয়া ইউনিয়ন এবং
  11. হাসানপুর ইউনিয়ন
  • মজিদপুর

১টি পৌরসভা হচ্ছে:

  1. কেশবপুর পৌরসভা

মজিদপুর একটি আদর্শ গ্রাম

keshabpur Mojidpur

শিক্ষা

  • সরকারি কেশবপুর কলেজ
  • কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ
  • সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন
  • সাগরদাঁড়ী আবু সরাফ সাদেক সরকারি টেকনিক্যাল স্কুল
  • মধুসূদন সংকৃত একাডেমী, সাগরদাঁড়ী
  • কপোতাক্ষ কলেজ
  • পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়
  • পাঁজিয়া কলেজ
  • সাতবাড়য়া মাধ্যমিক বিদ্যালয়
  • কেশবপুর আলিম মাদ্রাসা
  • মেহেরপুর দাখিল মাদ্রাসা
  • সাগরদাঁড়ী আলিম মাদ্রাসা
  • ভাল্লুকঘর ফাজিল মাদ্রাসা
  • মজিদপুর কওমী মাদ্রাসা
  • এম, এম গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

যশোর শহর থেকে বাস ও মোটরসাইকেল যোগে কেশবপুর যাওয়া যায়। যশোর বাস টার্মিনাল থেকে প্রতিদিন কেশবপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়৷ আবার সাতক্ষীরাগামী বাসে করেও কেশবপুর যাওয়া যায়।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

দর্শনীয় স্থান

সাগরদাঁড়ীতে মাইকেল মধুসূদন দত্তের মধুপল্লী, মীর্জা নগর নবাব বাড়ি (হাম্মামখানা), পাঁজিয়ায় মহানায়ক ধীরাজ ভট্টাচার্য ও মনোজ বসুর বাড়ি, গৌরীঘোনা ইউনিয়নে ভর্তের দেউল( ভরত রাজার দেউল,আদি বৌদ্ধ মন্দির) । বিদ্যানন্দকাটী ইউনিয়নের খাঞ্জালী দীঘি (পীর খান জাহান আলীর দীঘি), মেহেরপুর পীর মেহের উদ্দিন এর মাজার। মজিদপুর বটগাছ এখানে বিভিন্ন প্রকৃতি খুবই সুন্দর।

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে কেশবপুর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারী ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.