কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ

কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ বা সেন্সরবোর্ড ভারতের কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা। যা সাধারণত ফিল্ম, ধারাবাহিক, বিজ্ঞাপন ইত্যাদি চলচ্চিত্রের প্রমাণিকরণ করে। উপরিউক্ত বিষয়গুলিকে তাদের প্রেক্ষাপটেরর উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণী প্রদান করে যেমন (A)। এটি পরিচালনা করে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ
গঠিত১৯৫২
ধরনসরকারি সংস্থা
উদ্দেশ্যচলচ্চিত্র প্রমাণিকরণ
সদরদপ্তরদিল্লি, ভারত
যে অঞ্চলে কাজ করে
 India
অধ্যক্ষ
পাহলাজ নিহলানি
প্রধান প্রতিষ্ঠান
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
বাজেট
 ৭১ মিলিয়ন (US$ ৮,৬৭,৮৫৪.৩) (২০১৫)
ওয়েবসাইটcbfcindia.gov.in

শ্রেণী প্রদান প্রণালি

কেন্দ্রীয় চলচ্চিত্র প্রমাণন পর্ষদ সাধারণত ৪ প্রকারের শ্রেণী বিভাগ করে যথাঃ-

  • U বা (অনির্ধারিত) : এই শ্রেণীর ছবি যেকেউ দেখতে পারে এর জন্যে কোনো রকম বাধ্যবাধকতা নেই।
  • A বা (বয়স্ক) : এই শ্রেণীর চলচ্চিত্র শুধুমাত্র বয়ঃপ্রপ্ত অর্থাৎ ১৮ বা তা চাইতে বেশি বয়স্ক পাত্র/পাত্রীই দেখতে পরবে।
  • U/A বা / : এই শ্রেণীরর ছবিতে মারপিটেরর দৃশ্য, যৌনতা ও অশ্লীলতাপূর্ণ আচরণের দৃশ্য থাকতে পারে; অর্থাৎ এধরনের চলচ্চিত্র অভিভাবকের অনুমতি বা তার উপস্থিতিতেই পাত্র/পাত্রী দেখতে পরবে।
  • S বা বি (বিশেষ) : এটি বিশেষ শ্রেণী। এই শ্রেণীটি সাধারণত খুব কম প্রদান করা হয়। এই শ্রেণীর চলচ্চিত্র বিশেষ দর্শকদের জন্যে বানানো হয় যেমন বৈজ্ঞানিক, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের জন্যে।

আজ পর্যন্ত নির্বাচিত অধ্যাক্ষদের তালিকা

ক্রমিক সংখ্যাঅধ্যাক্ষের নামপাদগ্রহণ তারিখকার্যকাল শেষ
সি.এস অগ্রবাল১৫/০১/১৯৫১১৪/০৬/১৯৫৪
বি.ডি মিরচন্দনি১৫/০৬/১৯৫৪০৯/০৬/১৯৫৫
এম.ডি ভট্ট১০/০৬/১৯৫৫১৯/১১/১৯৫৯
ডি.এল কোঠারি২২/১১/১৯৫৯২৪/০৩/১৯৬০
বি.ডি মিরচন্দনি২৫/০৩/১৯৬০০১/১১/১৯৬০
ডি.এল কোঠারি০২/১১/১৯৬০২২/০৪/১৯৬৫
বি.পি ভট্ট23-04-196522-04-1968
আর.পি নায়ক23-04-196815-11-1969
এম.ভি দেসাই১২/১২/১৯৬৯১৯/১০/১৯৭০
১০আর. শ্রীনিবাসন20-10-197015-11-1971
১১বিরেন্দ্র ব্যস১১/০২/১৯৭২৩০/০৬/১৯৭৬
১২কে.এল খন্দপুর01-07-197631-01-1981
১৩ হৃষিকেশ মুখোপাধ্যায়০১/০২/১৯৮১১০/০৮/১৯৮২
১৪অপর্ণা মোহিলে১১/০৮/১৯৮২১৪/০৩/১৯৮৩
১৫শরদ উপাসনি১৫/০৩/১৯৮৩০৯/০৫/১৯৮৩
১৬সুরেশ মাথুর10-05-198307-07-1983
১৭বিক্রম জোশী০৮/০৭/১৯৮৩১৯/০২/১৯৮৯
১৮মোরেশ্বর20-02-198925-04-1990
১৯বি.পি সিংঘল25-04-199001-04-1991
২০শক্তি সামন্ত০১/০৪/১৯৯১২৫/০৬/১৯৯৮
২১আশা পরেখ২৫/০৬/১৯৯৮২৫/০৯/২০০১
২২বিজয় আনন্দ২৬/০৯/২০০১১৯/০৭/২০০২
২৩অরবিন্দ ত্রিবেদী২০/০৭/২০০২১৬/১০/২০০৩
২৪অনুপম খের১৬/১০/২০০৩১৩/১০/২০০৪
২৫শর্মিলা ঠাকুর[1][2]১৩/১০/২০০৪৩১/০৪/২০১১
২৬লীলা স্যমসোন০১/০৪/২০১১১৯/০১/২০১৫
২৭পাহলাজ নিহলানি[3]২১/০১/২০১৫বর্তমান

তথ্যসূত্র

  1. Dhwan, Himanshi (২৯ মার্চ ২০১১)। "Danseuse Leela Samson is new Censor Board chief"Times of India। ১৬ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১২
  2. Ashreena, Tanya (১৬ জানু ২০১৫)। "Censor board chief Leela Samson quits over Dera Sacha Sauda leader's Bollywood dreams"। ২০ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.