কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন
কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার একটি রেলওয়ে স্টেশন।[1]
কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | জামালপুর জেলা ময়মনসিংহ বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | জামালপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব লাইন |
প্ল্যাটফর্ম | ১ |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৮৯৯ |
পরিষেবা | |
চালু
| |
অবস্থান | |
ইতিহাস
১৮৮৫ সালে ময়মনসিংহের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপন করে রেলপথ স্থাপিত হয়। এই রেলপথ ১৮৯৪ সালে জামালপুর পর্যন্ত, ১৮৯৯ সালে সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত হয়।[2] এসময় এই লাইনের স্টেশন হিসেবে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।
পরিষেবা
কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন দিয়ে যেসকল ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
তথ্যসূত্র
- "লোকবলের অভাবে জামালপুরের চারটি রেলস্টেশন বন্ধ, দুর্ভোগ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- বাংলাদেশ জেলা গেজেটীয়ার বৃহত্তর ময়মনসিংহ। সংস্থাপন মন্ত্রণালয়, গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৯৯২। পৃষ্ঠা ২৩৭।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.