কেনেথ অ্যারো
কেনেথ জোসেফ এরো (২৩ আগস্ট, ১৯২১ - ২১ ফেব্রুয়ারি, ২০১৭[2]) একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ১৯৭২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। [3]
কেনেথ এরো | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ফেব্রুয়ারি ২১, ২০১৭ ৯৫) পালো আল্টো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
প্রতিষ্ঠান | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
কাজের ক্ষেত্র | ব্যাষ্টিক অর্থনীতি General equilibrium theory Social choice theory |
বিদ্যালয় | Neoclassical economics |
শিক্ষায়তন | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সিটি কলেজ অব নিউ ইয়র্ক |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | Alfred Tarski Harold Hotelling[1] |
যাদের প্রভাবিত করেছেন | অমর্ত্য সেন Allan Gibbard John C. Harsanyi Roger Myerson A. Michael Spence Eric S. Maskin Nancy Stokey Karl Shell Anthony Downs |
অবদানসমূহ | General equilibrium theory Fundamental theorems of welfare economics Arrow's impossibility theorem Endogenous growth theory |
পুরস্কার | John Bates Clark Medal (1957) অর্থনীতিতে নোবেল পুরস্কার (১৯৭২) von Neumann Theory Prize (1986) ন্যাশনাল মেডেল অব সায়েন্স (২০০৪) |
Information at IDEAS / RePEc |
জীবনী
এরো ১৯২১ সালের ২৩ অগাস্ট নিউ ইওর্ক সিটিতে জন্মগ্রহণ করেন। [4] তিনি সিটি কলেজ অব নিউ ইয়র্ক থেকে ১৯৪০ সালে গণিতে ব্যাচেলর্স ডিগ্রি লাভ করেন। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪১ সালে মাস্টার্স ডিগ্রি এবং ১৯৫১ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এর একজন অধ্যাপক।
তথ্যসূত্র
- গণিত উদ্ভববিজ্ঞান প্রকল্পে কেনেথ অ্যারো
- Weinstein, Michael M. (২০১৭-০২-২২)। "Kenneth Arrow, Nobel-Winning Economist Whose Influence Spanned Decades, Dies at 95"। The New York Times (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০২২-০১-১০।
- "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 1972"। NobelPrize.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১০।
- Maskin, Eric S. (২০১৯-০৮-০২)। "The Economics of Kenneth J. Arrow: A Selective Review"। Annual Review of Economics। 11 (1): 1–26। আইএসএসএন 1941-1383। ডিওআই:10.1146/annurev-economics-080218-030323 ।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.