কেদার ইউনিয়ন

১৪নং কেদার ইউনিয়ন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[1]

কেদার ইউনিয়ন
ইউনিয়ন
১৪নং কেদার ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলানাগেশ্বরী উপজেলা 
আসন১৪টি
আয়তন
  মোট২৪.৪৭ বর্গকিমি (৯.৪৫ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৩২,২০০
  জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

নামকরণ ও ইতিহাস

কেদার গ্রাম ও মৌজার নামানুসারে এ ইউনিয়ানের নাম রাখা হয় কেদার ইউনিয়ন। ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম ১৪টি গ্রাম ও ৩টি ওর্য়াড নিয়ে কেদার ইউনিয়ন গঠিত হয়। ঐসময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে পঞ্চায়েত প্রধান হত। ১৯৫০ সালেপাকিস্তান শাসনামলে গ্রাম পঞ্চায়েত প্রধানের পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী হিসেবে ঘোষণা করা হয়। ১৯৫৪ সালে প্রথম পঞ্চায়েত প্রধান হন মগারব আলীব্যাপারী।[2]

অবস্থান


সাধারণ তথ্য

  • থানা-১টি
  • হাসপাতাল/ কমিউনিটি ক্লিনিক-৩টি
  • মৌজা-৪টি
  • গ্রাম - ৩৬টি,
  • হাট বাজার - ৪টি, কচাকাটা বাজার, সুবলপাড় বাজার, সবেদের মোড় বাজার ও একতা বাজার
  • ঈদগাহ - ১৫টি।
  • মন্দির- ৮ টি।
  • ক্লিনিক- ৩ টি।
  • পেশাজীবি সংগঠন-৬টি
  • পোষ্ট অফিস = ০২টি
  • স্বাস্থ্য কেন্দ্র = ০১টি
  • ব্যাংক = ০১টি
  • এতিম খানা = ১টি
  • সাংস্কৃতিক সংগঠন-১টি।[2]

শিক্ষা প্রতিষ্ঠান

  • মাধ্যমিক-৪টি
  • প্রাইমারি-১১টি
  • মাদরাসা-১৪টি। সিনিয়র মাদ্রাসা ১টি, এবতেদায়ী মাদ্রসা ১০টি, দাখিল মাদ্রসা ৩ টি।[2]

যোগাযোগ ব্যবস্থা

নাগেশ্বরী উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থাঃ রিকসা, সাইকেল, অটোরিকসা।

  • উপজেলা হতে দূরত্বঃ১৫ কিঃ মি।
  • উপজেলা শহর হতেঃ ১২ কিঃ মি।[2]

জমি

  • আবাদী-৫৬৭৮.৮২একর
  • অনাবাদী-২৪১৬.৮২একর।[2]

নদ-নদী ও বিল

এই ইউনিয়নে ২টি নদী তার নাম দুধকুমার নদীসংকোস নদী[2]


দর্শনীয়

আরও দেখুন

তথ্যসূত্র

  1. উপজেলা, নাগেশ্বরী। "নাগেশ্বরী উপজেলা"। নাগেশ্বরী উপজেলা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২১
  2. ইউনিয়ন, কেদার (২৯ জুলাই, ২০২১)। "কেদার ইউনিয়ন"কেদার ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৯ জুলাই, ২০২১ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.