কৃষ্ণ ধর
কৃষ্ণ ধর (ইংরেজি: Krishna Dhar) ( ১ ফেব্রুয়ারি, ১৯২৮) বিশ শতকের পাঁচের ও ছয়ের দশকের একজন বিশিষ্ট বাঙালি কবি-সাহিত্যিক ও সাংবাদিক। [1]
কৃষ্ণ ধর | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারতীয় |
পেশা | অধ্যাপনা ও সাংবাদিকতা |
পরিচিতির কারণ | কবি -সাহিত্যিক |
দাম্পত্য সঙ্গী | কল্পনা ধর |
সন্তান | নীলাঞ্জনা চৌধুরী (কন্যা) সুরঞ্জনা চৌধুরী (কন্যা) |
পিতা-মাতা | উপেন্দ্রচন্দ্র ধর(পিতা) চিন্ময়ী ধর(মাতা) |
পুরস্কার | নজরুল পুরস্কার |
সংক্ষিপ্ত জীবনী
কৃষ্ণ ধরের জন্ম ১৯২৮ খ্রিস্টাব্দের ১ লা ফেব্রুয়ারি বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জের কমলপুর গ্রামে। তিনি কিশোরগঞ্জেরই বাজিতপুর এইচ ই হাই স্কুল থেকে ১৯৪৩ খ্রিস্টাব্দে ম্যাট্রিক, ব্রাহ্মণবাড়িয়ার ফেনী কলেজ থেকে ১৯৪৫ খ্রিস্টাব্দে আই. এ পাশ করে কলকাতায় আসেন। স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থশাস্ত্রে স্নাতক হন। ১৯৪৯ খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যে [কলকাতা বিশ্ববিদ্যালয়] থেকে এম.এ পাশ করেন।[2]
কর্মজীবন
কলকাতার দেশবন্ধু গার্লস কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন। কিন্তু ১৯৫২ খ্রিস্টাব্দে কলকাতা হতে প্রকাশিত বাংলা দৈনিক "যুগান্তর" পত্রিকার সহ-সম্পাদক হন। ১৯৯০ খ্রিস্টাব্দ হতে ১৯৯২ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দৈনিক বসুমতীর সম্পাদক ছিলেন। সাংবাদিকতা বিষয়ে অধ্যাপনা ও করেছেন সুরেন্দ্রনাথ কলেজে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ও ভারতীয় বিদ্যাভবনে। [2]
সাহিত্যকর্ম
বাংলা সাহিত্য নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়াশোনার সময়ই তিনি লেখালেখি শুরু করেন। এম.এ পাশের আগেই ১৯৪৮ খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ "অঙ্গীকার" প্রকাশিত হয়। তারপর অধ্যাপনা ও সাংবাদিকতার সাথে সাথে সাহিত্যচর্চা করেছেন সমানভাবে। কবিতার পাশাপাশি কাব্যনাটক, ভ্রমণকাহিনী, সাংবাদিকতার অভিজ্ঞতা নিজের ধারণা রচনাসম্ভারে ঠাঁই হয়েছে। কৃষ্ণ ধরের রচনা সম্পর্কে বিশিষ্ট সাহিত্য সমালোচক শিশির কুমার দাশ মন্তব্য করেছেন -
‘সুমিত শব্দচয়ন, রূপময় চিত্রকল্প রচনা এবং সূক্ষ্ম ভাবাবেশ কবিতাগুলির প্রধান আকর্ষণ। কাব্যনাট্যে তার বিশিষ্টতা বিদগ্ধ মহলে স্বীকৃত।’
[1] তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির হল-
কবিতা ও কাব্যনাটক -
- 'অঙ্গীকার' (১৯৪৮)
- 'প্রথম ধরেছে কলি' (১৯৫৬)
- 'এ জন্মের নায়ক' (১৯৬১)
- 'এক রাত্রির জন্য' (১৯৬৭)
সাহিত্য বিষয়ক -
- 'আধুনিক কবিতার উৎস' (১৯৬১)
- 'সাহিত্যের সাজঘর' (২০১৫)
ভ্রমণকাহিনী -
- 'মস্কো থেকে দেখা' (১৯৭৪)
- 'অন্য দেশ অন্য নগর' (১৯৮১)
ইতিহাস -
- 'মুক্তিযুদ্ধে বাংলাদেশ' (১৯৭১)
- 'ভারতের মুক্তি সংগ্রামে বাঙালি' (১৯৯৭)
- 'কলকাতা তিন শতক'(১৯৮৯)
সাংবাদিকতা -
- 'সাংবাদিকতার দর্শন: আদর্শ ও বিচ্যুতি' (২০০৩)
সম্মাননা
সাহিত্যচর্চার জন্য কবি কৃষ্ণ ধর বিভিন্ন সময়ে বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০০৪ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার কবিকে নজরুল পুরস্কার প্রদান করে। [3]
তথ্যসূত্র
- শিশিরকুমার দাশ সংকলিত ও সম্পাদিত, সংসদ বাংলা সাহিত্যসঙ্গী, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৯, পৃষ্ঠা ৫৫,৫৬ আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-০০৭-৯ আইএসবিএন বৈধ নয়
- "কবি কৃষ্ণ ধর"। সংগ্রহের তারিখ ২০২১-০২-০২।
- "পুরস্কার বিজয়ী বাঙালি লেখক"। ১৭ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-০২।