কৃষ্ণপুর রেলওয়ে স্টেশন

কৃষ্ণপুর রেলওয়ে স্টেশন ভারতীয় রেলের পূর্ব রেল জোন এর অন্তর্গত শিয়ালদহ-রাণাঘাট-লালগোলা শাখার লাইন একটি স্টেশন। স্টেশনটি পশ্চিমবঙ্গ রাজ্যর মুরশিদাবাদ জেলার লালগলা কাছাকাছি কৃষ্ণপুর বা কেষ্টপুর এলাকায় অবস্থিত। [1] লালগলা প্যাসেন্জার্সসহ ১২ টি ট্রেন এবং কয়েকটি এমএমই ট্রেন স্টেশনটিতে দাঁড়ায় বা বিরতি দেয়। [2]

কৃষ্ণপুর রেলওয়ে স্টেশন
যাত্রী ট্রেন এবং শহরতলি ট্রেন স্টেশন
অবস্থানরঘুনাথগঞ্জ রোড, কৃষ্ণপুর, লালগোল, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২৪.৪০৬৪° উত্তর ৮৮.২৫৬৩° পূর্ব / 24.4064; 88.2563
উচ্চতা২৬ মি (৮৫ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
লাইনশিয়ালদহ-লালগোলা প্রধান রেলপথ
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনআদর্শ (ভূমিগত)
পার্কিংনা
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডকেআরপি
অঞ্চল পূর্ব রেল
বিভাগ শিয়ালদহ
ইতিহাস
বৈদ্যুতীকরণহ্যাঁ
আগের নামইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   ভারতীয় রেল   পরবর্তী স্টেশন
পূর্ব রেল
শিয়ালদহ-লালগোলা লাইন
অবস্থান
মানচিত্র

বৈদ্যুতীকরণ

২০০৪ সালে কৃষ্ণপুর রেলওয়ে স্টেশন সহ কৃষ্ণনগর - লালগলা বিভাগকে বৈদ্যুতীকরণ করা হয়েছিল। ২০১০ সালে রেলপথটি ডবল ট্র্যাকের হয়ে ওঠে। [3][4]

তথ্যসূত্র

  1. "Krishnapur Railway Station"। সংগ্রহের তারিখ মার্চ ৬, ২০১৯
  2. "KRP/Krishnapur"। সংগ্রহের তারিখ মার্চ ৬, ২০১৯
  3. "The Lalgola Sealdah Section Of Indian (eastern) Railway"। সংগ্রহের তারিখ মার্চ ৬, ২০১৯
  4. "Railway Electrification"pib.nic.in। সংগ্রহের তারিখ মার্চ ৬, ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.