কৃষ্ণনগর ইউনিয়ন, নবীনগর
কৃষ্ণনগর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলার একটি ইউনিয়ন।
কৃষ্ণনগর | |
---|---|
ইউনিয়ন | |
৩নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ | |
কৃষ্ণনগর কৃষ্ণনগর | |
স্থানাঙ্ক: ২৩°৫৫′১১″ উত্তর ৯০°৫৯′২৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | নবীনগর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মুফতী আমজাদ হোসাইন আশরাফী |
জনসংখ্যা | |
• মোট | ৩১,০৭৬ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪০০ |
আয়তন
কৃষ্ণনগর ইউনিয়নের আয়তন ৫,০৬৩ একর (২০.৪৯ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কৃষ্ণনগর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩১,০৭৬ জন। এর মধ্যে পুরুষ ১৪,৬৪০ জন এবং মহিলা ১৬,৪৩৬ জন। মোট পরিবার ৫,৭২৩টি।[1] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৫১৭ জন।[2]
অবস্থান ও সীমানা
নবীনগর উপজেলার উত্তরাংশে কৃষ্ণনগর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে বড়াইল ইউনিয়ন, তিতাস নদী ও বিদ্যাকুট ইউনিয়ন; দক্ষিণে তিতাস নদী, নবীনগর পূর্ব ইউনিয়ন, নবীনগর পৌরসভা ও নবীনগর পশ্চিম ইউনিয়ন; পশ্চিমে বীরগাঁও ইউনিয়ন এবং উত্তরে আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়ন ও শরীফপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
কৃষ্ণনগর ইউনিয়ন নবীনগর উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নবীনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৭নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামসংখ্যা ১১টি।
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কৃষ্ণনগর ইউনিয়নের সাক্ষরতার হার ৩১.৫%।[1]
যোগাযোগ ব্যবস্থা
ব্রাহ্মণবাড়িয়া টু নবীনগর রোডে পৈরতলা বাসষ্ট্যান্ড থেকে সি এন জি, অটোরিক্সা বা যে কোন গাড়ী দিয়ে গোকর্ণ, কালিশীমা, বড়াইল হয়ে কৃষ্ণনগর বাজার আসতে মাত্র ১৪ কিলোমিটার পাকা রাস্তা।
হাট-বাজার
কৃষ্ণনগর বাজার, সিতারামপুর বাজার, খলিল মার্কেট দৌলতপুর, থানারকান্দি বাজার, গৌরনগর চকবাজার, গাজিরকান্দি চকবাজার সহ প্রতিটি গ্রামে রয়েছে একাধিক মুদি মালের দোকান।
দর্শনীয় স্থান
- কৃষ্ণনগর বড়বাড়ি
- মধ্যপাড়ার পুরনো বাড়ি (জমিদার ধাঁচের)
- মধ্যপাড়া চেয়ারম্যান বাড়ীর অভ্যন্তরীণ পুরনো বাড়ি
- মুফতী সাবের বাড়ী (আশ্রাফপুর)
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মুফতী আমজাদ হোসাইন আশরাফী
আরও দেখুন
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। www.bbs.gov.bd। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। www.bbs.gov.bd। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।