কৃষ্ণগুরু আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়

কৃষ্ণগুরু আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় আসামের ষষ্ঠ ব্যক্তিগত খণ্ডের বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি আসাম সরকারের ৯ মার্চ, ২০১৭ সালে গৃহীত কৃষ্ণগুরু আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় বিল, ২০১৭-এর আধারে স্থাপন করা হয়েছে।

কৃষ্ণগুরু আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়
Krishnaguru Adhyatmik Vishvavidyalaya
Krishnaguru Spiritual University
ধরনব্যক্তিগত খণ্ডের আধ্যাত্মিক
স্থাপিত২০১৭
উপাচার্যডঃ তরুণ চন্দ্র বরা
অবস্থান
ন সত্র, সর্থেবাড়ি, বরপেটা
,
শিক্ষাঙ্গনগ্রাম্য
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ
ওয়েবসাইটwww.krishnaguru.org

বরপেটা জেলার ন সত্র কৃষ্ণগুরু ফাউন্ডেশন এটির প্রতিষ্ঠা করেছে। বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর ধর্মীয় গুরু, কৃষ্ণগুরু অরুণ গোস্বামী স্থাপন করেছিলেন।[1]

২০১৭ সালের ৩ আগস্ট তারিখে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিজে কৃষ্ণগুরু আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। নিজের মধ্যে ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয়টি আধ্যাত্মিক শিক্ষার মধ্য দিয়ে আধুনিক শিক্ষা প্রদান করছে। ঐ বছরের আগস্ট মাস থেকে বিশ্ববিদ্যালয়টি শিক্ষাক্ষেত্রে সক্রিয় হয়ে অসমীয়া, রাজনীতি বিজ্ঞান এবং গণিত শাস্ত্রের বিভিন্ন পাঠক্রম আরম্ভ করেছে। অনাগত দিনে ধীরে ধীরে অন্যান্য পাঠক্রমসমূহও আরম্ভ করা হবে।[2]

তথ্যসূত্র

  1. "Taxonomy term"। ১১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২০
  2. Publishers, Omega Printers and। "The Sentinel, an English daily newspaper - Sonowal inaugurates Krishnaguru Adhyatmik Vishvavidyalaya"sentinelassam.com। ২০১৭-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.