কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ(কেআইবি) বাংলাদেশের কৃষিবিদ পেশাজীবীদের জাতীয় সংগঠন।
গঠিত | ১৯৭০ |
---|---|
ধরন | পেশাজীবী সংগঠন |
সদরদপ্তর | কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫ |
অবস্থান | |
সভাপতি | এ. এম. এম. সালেহ[1] |
মহাসচিব | মোঃ খায়রুল আলম (প্রিন্স)[1] |
ওয়েবসাইট | kib |
ইতিহাস
কৃষি স্নাতকদের একটি দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি বিজ্ঞানী সম্মেলনে মিলিত হয়ে একটি সমিতি গঠন করেন যার নাম দেন ইষ্ট পাকিস্তান এগ্রিকালচারাল এসোসিয়েশন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২ জানুয়ারি কৃষি ভবন প্রাঙ্গনে বিশেষ সাধারণ সভায় এর নাম পরিবর্তন করে বাংলাদেশ কৃষিবিদ সমিতি নামকরণ করা হয়। পরে ২০ জানুয়ারি ১৯৮১ সালে আবার নাম পরিবর্তন করে “বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন” করা হয়।[2]
কার্য্যক্রম
কৃষিবিদ সম্মিলন সহ কৃষি দিবস উপলক্ষ্যে নানা কার্য্যক্রম পরিচালনা করে থাকে।[3][4] সমাজকল্যাণমূলক নানা কাজও করে থাকে।[5]
তথ্যসূত্র
- "কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি"। kib.org.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৬।
- "গঠনতন্ত্র"। kib.org.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৬।
- "কৃষক ও কৃষিবিদ বাঙালির গর্ব"। banglanews24.com। banglanews24.com। ২০১৭-১০-০৬। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৯।
- "কৃষিবিদ দিবস উপলক্ষে কৃষিবিদদের র্যালি"। ittefaq.com.bd। দৈনিক ইত্তেফাক। ১৩ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৯।
- "বন্যার্তদের গাছের চারা দিল কৃষিবিদ ইনস্টিটিউশন"। ntvbd। এনটিভি। ১৬ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.