কুসুম শিকদার
কুসুম শিকদার একজন বাংলাদেশি অভিনেত্রী। তিনি নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেন।[1] ২০০২ সালে তিনি লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।[2] ২০১০ সালে গহীনে শব্দ দিয়ে কুসুম শিকদারের বাংলা চলচ্চিত্রে অভিষেক হয়।[3] তার দ্বিতীয় চলচ্চিত্র লাল টিপ-এর জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন এবং তার অভিনীত পরবর্তী চলচ্চিত্র শঙ্খচিল-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন[4] এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[5]
কুসুম শিকদার | |
---|---|
জন্ম | এপ্রিল ১২ |
জাতীয়তা | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী, সঙ্গীতশিল্পী |
কর্মজীবন | ২০০২ - বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | |
উচ্চতা | ৫ ফুট ৫ ইঞ্চি |
টেলিভিশন | চ্যানেল আই |
উপাধি | লাক্স-আনন্দধারা ফটোজেনিক |
মেয়াদ | ২০০২ |
দাম্পত্য সঙ্গী | মইনুল ইসলাম খান (০৯ ডিসেম্বর, ২০০৭ - বর্তমান) |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৮) মেরিল-প্রথম আলো পুরস্কার (২০১২) |
প্রারম্ভিক জীবন
কুসুম ছোটবেলা থেকে সঙ্গীত চর্চা করতেন। তিনি নজরুল একাডেমি থেকে নজরুল সঙ্গীত এবং ধ্রুপদী সঙ্গীতের উপর কোর্স সম্পন্ন করেন। পরে ওস্তাদ গুল মোহাম্মদ এবং ওস্তাদ মোরশেদের কাছে গানের তালিম নেন।[6]
কর্মজীবন
অভিনয় জীবন
২০১০ সালে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গহীনে শব্দ চলচ্চিত্রের অভিনয়ের মধ্য দিয়ে কুসুমের বড় পর্দায় আগমন ঘটে। ছবিতে তিনি স্বপ্না চরিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন মামনুন হাসান ইমন। পরে তিনি ফ্রান্স-বাংলাদেশ যৌথ প্রযোজনার লাল টিপ ছবিতে কাজ করেন। এই ছবিটি পরিচালনা করেন স্বপন আহমেদ। এই ছবিতেও তার বিপরীতে ছিলেন ইমন।[7] এই ছবিতে নিধি চরিত্রে অভিনয়ের জন্য তিনি ১৫তম মেরিল-প্রথম আলো পুরস্কারে জয়া আহসানের (চোরাবালি চলচ্চিত্রের জন্য) সাথে যৌথভাবে তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।[5] ২০১৫ সালে তিনি ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শঙ্খচিল ছবিতে অভিনয় করেন। গৌতম ঘোষ পরিচালিত ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।[8][9][10] এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ১৫তম মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[5] ২০১৮ সালে প্রদত্ত ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি নুসরাত ইমরোজ তিশার সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করেন।[11]
সঙ্গীত জীবন
কুসুমের প্রথম একক অ্যালবাম তুমি আজ কত দূরে প্রকাশিত হয় ১৯৯৯ সালে। এরপর তার দুটি মিশ্র অ্যালবাম জীবনের যত পাওয়া এবং অদল বদল বের হয় যথাক্রমে ২০০০ এবং ২০০১ সালে।[12] দীর্ঘ ১৬ বছর পর "নেশা" শীর্ষক তার একটি একক গান প্রকাশিত হয় ৩ আগস্ট, ২০১৭। বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির সঙ্গীতের ভিডিওতেও তিনি অভিনয় করেন।[6]
পরিচালনা
শরতের জবা নামক সিনেমা দিয়ে প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ কতে যাচ্ছেন কুসুম শিকদার।[13] এই সিনেমার প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে রয়েছেন কুসুম শিকদার নিজে। সিনেমার গল্প তার ২০২১ বইমেলায় প্রকাশিত অজাগতিক ছায়া বইয়ে রয়েছে।
বিতর্ক
কুসুম শিকদার তার গাওয়া প্রথম গানের লিরিক্স ও মিউজিক ভিডিওর জন্য নেতিবাচক ভাবে সমালোচিত হন। মিউজিক ভিডিওতে তিনি নিজেই মডেলিং করেন।[14] ২০১৭ সালের ৩ আগস্ট তার মিউজিক ভিডিও অ্যালবাম নেশা প্রকাশিত হলে বাংলাদেশে বিশেষভাবে আলোচিত হয়। নেশা গানটির ওপরে অশ্লীলতার অভিযোগ ওঠে ও আইনি ব্যবস্থা নেওয়া হয়। ১৩ আগস্ট, ইউটিউব থেকে 'নেশা' গানটির সমস্ত ভিডিও সরিয়ে নেওয়ার দাবীতে আইনি নোটিস জারি করা হয়।[15]
অভিনীত নাটকসমূহ
বছর | নাটক | চরিত্র | পরিচালক | সহশিল্পী | টীকা |
---|---|---|---|---|---|
২০১৮ | শেষ অশেষের গল্প | হানিফ সংকেত | |||
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০১০ | গহীনে শব্দ | স্বপ্না | খালিদ মাহমুদ মিঠু | অভিনীত প্রথম চলচ্চিত্র |
২০১২ | লাল টিপ | নিধি | স্বপন আহমেদ | বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার |
২০১৫ | শঙ্খচিল | লায়লা | গৌতম ঘোষ | বিজয়ী: বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার |
শরতের জবা | কুসুম শিকদার | প্রথম পরিচালনা, প্রযোজনা এবং গল্প-চিত্রনাট্য তারই |
রচনাবলি
- অজাগতিক ছায়া (২০২১), তাম্রলিপি[16]
তথ্যসূত্র
- "মুঠোফোন-প্রতারকের খপ্পরে কুসুম শিকদার!"। prothom-alo.com। ২৬ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬।
- "Kushum Shikdar"। priyo.com (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-১৪।
- "Kushum Shikder passing her busy days"। priyo.com (ইংরেজি ভাষায়)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬।
- "এই পুরস্কারটি আমার কাজের স্বীকৃতি"। বাংলাদেশ প্রতিদিন। ১৯ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৮।
- "মেরিল–প্রথম আলো সমালোচক পুরস্কার ২০১৬"। দৈনিক প্রথম আলো। ১৩ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭।
- "Kusum Sikder comes up with music video of her own" (ইংরেজি ভাষায়)। দি ইন্ডিপেন্ডেন্ট। ৫ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭।
- "Lal Tip"। priyo.com। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬।
- "'শঙ্খচিল' ছবির দৃশ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কুসুম সিকদার"। banglanews24.com। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬।
- "প্রসেনজিতের বিপরীতে কুসুম সিকদার"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬।
- Sen, Zinia (২ মার্চ ২০১৫)। "Who is the Bangladeshi actress opposite Prosenjit in Sankhachil?" (ইংরেজি ভাষায়)। time of india। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬।
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ সেরা অভিনেতা চঞ্চল, সেরা অভিনেত্রী তিশা এবং কুসুম শিকদার"। আনন্দ আলো। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৮।
- "১৮ বছর পর গানে ফিরছেন কুসুম শিকদার!"। বণিকবার্তা। ৯ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬।
- প্রতিবেদক, বিনোদন। "নতুন পরিচয়ে কুসুম"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৮।
- "কুসুম শিকদারকে আইনি নোটিশ"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-১৩। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৭।
- "৭২ ঘণ্টার মধ্যে কুসুমের 'নেশা' গানটি সরানোর নোটিশ"। দৈনিক যুগান্তর। ১৩ আগস্ট ২০১৭। ১৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৭।
- "কুসুম এবার গল্পকার"। বাংলাদেশ প্রতিদিন (ইংরেজি ভাষায়)। ২৮ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২১।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে কুসুম শিকদার (ইংরেজি)
বাংলা মুভি ডেটাবেজে কুসুম শিকদার