কুষ্টিয়া স্টেডিয়াম
কুষ্টিয়া স্টেডিয়াম কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত একটি স্টেডিয়াম। এটি বাংলাদেশের জেলা পর্যায়ের একটি স্টেডিয়াম। ২০২০ সালে স্টেডিয়ামটি শেখ কামালের নামে শেখ কামাল স্টেডিয়াম নামকরণ করা হয়।[2][3] মূলত ক্রিকেট স্টেডিয়াম হলেও অন্যান্য খেলা যেমন ফুটবল ব্যাডমিন্টন সাঁতার ইত্যাদি এখানে প্রশিক্ষণ ও প্রতিযোগিতা হয়ে থাকে।
![]() | |
অবস্থান | কুষ্টিয়া , বাংলাদেশ |
---|---|
মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ [1] |
পরিচালক | জাতীয় ক্রীড়া পরিষদ[1] |
উপরিভাগ | ঘাস |
ভাড়াটে | |
কুষ্টিয়া ক্রিকেট দল কুষ্টিয়া ফুটবল দল |
তথ্যসূত্র
- "All Others"। National Sports Council, Bangladesh। ২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৮।
- "'৪৪ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল স্টেডিয়াম আধুনিকীকরণ করা হবে'"। কুষ্টিয়ার বার্তা। ২০২০-০৮-১২। ২০২২-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২।
- "'কুষ্টিয়া স্টেডিয়াম' এখন থেকে 'শেখ কামাল স্টেডিয়াম'"। রাইজিংবিডি.কম (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-০৫। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.