কুষ্টিয়া সদর উপজেলা

কুষ্টিয়া সদর উপজেলা বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি প্রশাসনিক এলাকা।

কুষ্টিয়া সদর
উপজেলা
কুষ্টিয়া সদর খুলনা বিভাগ-এ অবস্থিত
কুষ্টিয়া সদর
কুষ্টিয়া সদর
কুষ্টিয়া সদর বাংলাদেশ-এ অবস্থিত
কুষ্টিয়া সদর
কুষ্টিয়া সদর
বাংলাদেশে কুষ্টিয়া সদর উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৩′৪৬″ উত্তর ৮৯°৭′৪৩″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
সংসদীয় আসন৭৭ কুষ্টিয়া-৩
সরকার
  সংসদ সদস্যমাহবুবুল আলম হানিফ (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট৩১৬.২৬ বর্গকিমি (১২২.১১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট৫,০২,২৫৫
  জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৩.৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ৫০ ৭৯
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

কুষ্টিয়া সদর উপজেলার আয়তন ৩১৬.২৬ বর্গ কিলোমিটার। ২৩°৪২´ থেকে ২৩°৫৯´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৫৫´ থেকে ৮৯°০৪´ পূর্ব দ্রাঘিমাংশে এ উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে পাবনা জেলার পাবনা সদর উপজেলাঈশ্বরদী উপজেলা, দক্ষিণে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলাহরিণাকুন্ডু উপজেলা, পূর্বে কালীগঙ্গা নদীকুমারখালী উপজেলা, পশ্চিমে মিরপুর উপজেলাচুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা অবস্থিত।

পটভূমি

চৌড়হাস মোড়ে এন৭০৪

কুষ্টিয়া সদর উপজেলা কুষ্টিয়া জেলার কেন্দ্র বিন্দুতে অবস্থিত। সৈয়দ মর্তুজা আলীর মতে কোষ্টা (পাট) থেকে কুষ্টিয়া নামকরণ হয়েছে। ১৯৪৮ সাল পর্যন্ত বর্তমান কুষ্টিয়া জেলার নাম নদীয়া ছিল। প্রশাসনিক অসুবিধার জন্য তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট ও ইতিহাসবিদ সৈয়দ মর্তুজা আলী জেলা সদরের নামানুসারে বর্তমান কুষ্টিয়া জেলার নাম প্রচলন করেন। স্থায়ীভাবে লোক মুখে কুষ্টিয়াকে কুষ্টে বলে। ৬টি উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া জেলার সদর উপজেলাকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলার অতীত, বর্তমান, শিক্ষা, কৃষি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, রাজনীতি, শিল্প বাণিজ্যসহ সকল কর্মকান্ড পরিচালিত হয়ে আসছ[2]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কুষ্টিয়া সদর উপজেলার মোট জনসংখ্যা ৫,০২,২৫৫ জন। এর মধ্যে পুরুষ ২,৫৪,৪৯৯ এবং মহিলা ২,৪৮,৭৫৬ জন। মোট পরিবার ১,২০,০৮৭টি।[3]

প্রশাসনিক এলাকা

কুষ্টিয়া সদর থানা গঠিত হয় ১৮২৩ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। ১৯৬৯ সালে পৌরসভা গঠিত হয়।[4] এ উপজেলায় ১টি পৌরসভা, ১৪টি ইউনিয়ন, ১১৬টি মৌজা ও ১৬৭টি গ্রাম রয়েছে।[5]

পৌরসভা:
ইউনিয়নসমূহ:
  • হাটশ হরিপুর
  • বারখাদা
  • বটতৈল
  • আলামপুর
  • জিয়ারখি
  • আইলচারা
  • পাটিকাবাড়ী
  • ঝাউদিয়া
  • উজানগ্রাম
  • আবদালপুর
  • হরিনারায়ণপুর
  • মনোহরদিয়া
  • গোস্বামীদূর্গাপুর

স্বাস্থ্য

কুষ্টিয়া সদর উপজেলায় ১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১৪টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, ১টি মাতৃসদন এবং শিশুসেবা কেন্দ্র, ১টি টিবি হাসপাতাল, ১টি ডায়াবেটিক কেন্দ্র ১, ১টি চক্ষু হাসপাতাল, ১টি শিশু হাসপাতাল ও ৫০টি ডায়াগনষ্টিক সেন্টার রয়েছে।

শিক্ষা

কুষ্টিয়া সদর উপজেলায় ১টি বিশ্ববিদ্যালয়, ১টি মেডিকেল কলেজ, ৮টি সরকারি কলেজ, ৩০টি বেসরকারি কলেজ, ৩টি সরকারি উচ্চ বিদ্যালয়, ১৭৩টি বেসরকারি উচ্চ বিদ্যালয়, ৩৮টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৩৩০টি সরকারি ও ২৭৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৯টি কিন্ডারগার্টেন, ৩৭টি মাদ্রাসা, ১টি আইন কলেজ, ১টি প্রতিবন্ধী বিদ্যালয় ও ২টি পিটিআই রয়েছে।

বিশ্ববিদ্যালয়
কলেজ
  • কুষ্টিয়া সরকারি কলেজ (১৯৪৬)
  • কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ (১৯৪৭)
  • কুষ্টিয়া কারিগরি মহাবিদ্যালয় (১৯৬৪)
  • কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ (১৯৬৭)
  • কুষ্টিয়া ইসলামিয়া কলেজ (১৯৬৭)
  • কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ (১৯৬৭)
প্রশিক্ষণ ইনস্টিটিউট
  • কুষ্টিয়া সেবিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট
  • কুষ্টিয়া পি টি আই
মাধ্যমিক বিদ্যালয়
  • গোস্বামী দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় (১৮৬০)
  • হরিনারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় (১৮৯১)
  • কুষ্টিয়া উচ্চ বিদ্যালয় (১৯১০)
  • দিনমনি মাধ্যমিক বিদ্যালয় (১৯৩০)
  • মোহনীমোহন বিদ্যাপীঠ (১৯৪৪)
  • কুষ্টিয়া টেকনিক্যাল স্কুল (১৯৫৮)
  • কুষ্টিয়া জিলা স্কুল (১৯৬১)
প্রাথমিক বিদ্যালয়
  • মিশন প্রাথমিক বিদ্যালয় (১৮৯৮)


এখানে রয়েছে-

  • মেডিক্যাল কলেজ: ১টি,
  • সরকারি কলেজ: ৮টি,
  • বেসরকারি কলেজ: ৩০টি,
  • সরকারি উচ্চ বিদ্যালয়: ৩টি,
  • বেসরকারি উচ্চ বিদ্যালয়: ১৭৩টি,
  • বেসরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়: ৩৮টি,
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৩৩০টি,
  • বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৭৫টি,
  • কিন্ডারগার্টেন: ৩৯টি,
  • মাদ্রাসা: ৩৭টি,
  • আইন কলেজ: ১টি,
  • প্রতিবন্ধীদের বিদ্যালয়: ১টি এবং
  • শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র: ২টি।

যোগাযোগ ব্যবস্থা

কেন্দ্রীয় বাস টার্মিনাল, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।

কুষ্টিয়া সদর উপজেলার সাথে বাস এবং ট্রেন যোগাযোগ আছে।

কৃষি

শিল্প-প্রতিষ্ঠান

উপজেলা কৃষি অফিসে এসে তৃন মূল পর্যায়ের কৃষক/চাষী ভাইয়েরা বিভিন্ন ধরনের কৃষি তথ্য পেয়ে থাকেন। http://www.ais.gov.bd/কৃষি তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন।



সড়কপথ
রেলপথ

উল্লেখযোগ্য ব্যক্তি

দর্শনীয় স্থান

  • টেগর লজ
  • শেখ রাসেল হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতু
  • চাপাইগাছি বিল, নাজিরপুর।
  • ঝাউদিয়া শাহী মসজিদ
  • পদ্মা গড়াই মোহনা- মধুমতি (গড়াই) নদীর উৎপত্তি স্থল
  • মোহিনী মিল
  • রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোং
  • গড়াই বাঁধ
  • পৌরসভা ভবন
  • কালেক্টরেট ভবন
  • নফর শাহের দরগাহ
  • কুষ্টিয়া সুগার মিল
  • ঝাউদিয়া শাহী মসজিদ
  • ইসলামী বিশ্ববিদ্যালয়
  • বি,আর,বি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ
  • একদিল শাহের মাজার, পুরাতন কুষ্টিয়া
  • শেখ রাসেল হরিপুর সেতু
  • কবি আজিজুর রহমান এর বসতভিটা, হাটশ হরিপুর
  • কুষ্টিয়া ডিসি কোর্ট পার্ক
  • রোজ পার্ক,বাইপাস রোড

আরও দেখুন

তথ্যসূত্র

  1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (জুন ২০১৪)। "এক নজরে কুষ্টিয়া সদর"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি ও বেসিস। ১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০১৫
  2. "কুষ্টিয়া সদর উপজেলার পটভূমি - কুষ্টিয়া সদর উপজেলা"www.kushtiasadar.kushtia.gov.bd
  3. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২
  4. "এক নজরে কুষ্টিয়া সদর উপজেলা"www.kushtiasadar.kushtia.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.