কুশোক বাকুলা রিনপোছে

কুশোক বাকুলা রিনপোছে (তিব্বতি: སྐུཤོག་བ་ཀུ་ལ་རིན་པོ་ཆེ།) ভারতের লাদাখের স্পিতুক অঞ্চলের পেথুপ বৌদ্ধবিহারের প্রধানের উপাধি। এই উপাধিধারী বৌদ্ধদের বুদ্ধ অমিতাভের অবতার রূপে কল্পনা করা হয়। উল্লেখ্য এই উপাধিধারীদের তালিকার মধ্যে সপ্তদশ কুশোক বাকুলা রিনপোছে প্রথম যিনি লাদাখ অঞ্চলে জন্মগ্রহণ করেন। বর্তমানে থুপ্সতান নাওয়াং নামক বিংশ কুশোক বাকুলা রিনপোছে এই উপাধিধারী।

তালিকা

কুশোক বাকুলা রিনপোছে নাম ওয়াইলি প্রতিলিপিকরণ পরিচয়
প্রথমঅমিতাভ--বুদ্ধ
দ্বিতীয়তিলো পা--
তৃতীয়লুই পা--চর্যাপদের কবি
চতুর্থ ? ?
পঞ্চমআর্যসুরdpag bsam dbang poনাগার্জুনের শিষ্য
ষষ্ঠর্গ্যাল-বা-ম্ছোগ-দ্ব্যাংস rgyal ba mchog dbyangs
সপ্তমম্ন্যাম-মেদ-রিন-ছেন-ব্র্ত্সোন-'গ্রুসmnyam med rin chen brtson 'grus
অষ্টময়ে-শেস-দ্জিনye shes dzin
নবমরিন-ছেন-ব্জাং-পোrin chen bzang po
দশমগেশে ছাগপা ত্রিছোগ ?
একাদশরাস-ছুং-র্দো-র্জে-গ্রাগ্স-পা ras chung rdo rje grags paমিলারেপার শিষ্য
দ্বাদশব্লো-গ্রোস-ছোস-স্ক্যোং[1]blo gros chos skyong
ত্রয়োদশছোস-ক্যি-র্দো-র্জেchos kyi rdo rjeছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শানের শিষ্য
চতুর্দশলোব্জাং জিনপা ?ষষ্ঠ পাঞ্চেন লামার শিষ্য
পঞ্চদশয়োংস-দ্জিন-য়ে-শেস-র্গ্যাল-ম্ত্শানyongs dzin ye shes rgyal mtshanঅষ্টম দলাই লামার শিক্ষক
ষোড়শজেতসুন ঙ্গাবাং জাম্পেক য়েশে গ্যাৎশো ?
সপ্তদশদ্কোন-ম্ছোগ-রাং-'গ্রোল-ন্যি-মাdkon mchog ran 'grol nyi maপ্রথম কুশোক যিনি লাদাখে জন্মগ্রহণ করেন
অষ্টাদশ ? ?
ঊনবিংশঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-থুব-ব্স্থান-ম্ছোগ-নোরNgag dbang blo bzang thub bsthan mchog norপদ্মভূষণ পুরস্কার প্রাপক
বিংশথুব-ব্স্থান-ঙ্গাগ-দ্বাংThub bsthan ngag dbangবর্তমান

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.