কুশুরা ইউনিয়ন
কুশুরা ইউনিয়ন বাংলাদেশের ঢাকা জেলার একটি প্রশাসনিক এলাকা।
কুশুরা | |
---|---|
ইউনিয়ন | |
কুশুরা ইউনিয়ন পরিষদ | |
কুশুরা কুশুরা | |
স্থানাঙ্ক: ২৩°৫৭′২২″ উত্তর ৯০°৬′৪৭″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
উপজেলা | ধামরাই উপজেলা |
আয়তন | |
• মোট | ২৪.৬৯ বর্গকিমি (৯.৫৩ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৪,১৮৬ |
• জনঘনত্ব | ৯৮০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫.৩৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
অবস্থান ও আয়তন
এই ইউনিয়নটি ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলায় অবস্থিত।[1]
এর আয়তন ২৪.৬৯ বর্গ কিঃমিঃ/৯.৫৩ বর্গ মাইল।
ইতিহাস
কুশুরা ইউনিয়নটি ধামরাই উপজেলার একটি অন্যতম ইউনিয়ন। ইউনিয়নটি প্রাচীন এবং বংশী নদীর তীরে অবস্থিত।
শিক্ষা
কুশুরা অঞ্চলের শিক্ষা ব্যবস্থা আগে থেকেই সমৃদ্ধ। বিশেষ করে ১৯৪১ সালে আব্বাস আলি তার নামে একটি হাই স্কুল প্রতিষ্ঠিত করে এবং নবযুগ কলেজ স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। তাছাড়া এখানে প্রাথমিক বিদ্যালয় ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য কুশুরা আব্বাস আলি হাই স্কুল ধামরাই উপজেলার মধ্যে একটি স্বনামধন্য স্কুলের খেতাব অর্জন করেছে। এছাড়া বেরশ শিবনাথ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে পুরাতন উচ্চ বিদ্যালয়, এছাড়া দেওখুলা রিয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসা অন্যতম।
কৃষি
কুশুরা ইউনিয়ন কৃষি নির্ভর এখানকার অধিকাংশই মাটিই দোআঁশ থেকে বেলে দোআঁশ। এখানকার প্রধান ফসল হচ্ছে,
- ধান
- পাট
- ভুট্টা
- লেবু
- আলু
তবে এই ইউনিয়নের মধ্যে দেওখুলা গ্রামে প্রচুর পরিমানে ধানের আবাদ হয়ে থাকে।
উল্লেখযোগ্য ব্যক্তি
তথ্যসূত্র
- "ঢাকা জেলার সরকারি ওয়েবসাইট"। ২১ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৫।