কুশল চক্রবর্তী
কুশল চক্রবর্তী (জন্ম:১৯৬৯) একজন বাঙালি অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক। [1] ছয় বছর বয়সে [2] তিনি সত্যজিৎ রায়ের ছবি সোনার কেল্লায় মূল চরিত্রে অভিনয় করেছিলেন।কুশল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক পাস করেন। [3]
কুশল চক্রবর্তী | |
---|---|
জন্ম | ১৯৬৯ |
মাতৃশিক্ষায়তন | যাদবপুর বিশ্ববিদ্যালয় (বি.ই. সিভিল ইঞ্জিনিয়ারিং) |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৭৪- বর্তমান |
চলচ্চিত্রের তালিকা
অভিনেতা হিসাবে
- আকাশ ছোয়ান ২০১৬
- অ্যালোর খোজেন ২০১৫
- মহাগ্রামগ্রাম ২০০৬
- টিন এককে টিন ২০০৪
- শরবাড়ি ২০০৩
- আনামনি অঙ্গনা ২০০২
- দেবা ২০০২
- ইবং তুমি আর অমি ২০০১
- এটাই স্বর্গ ২০০১
- দাবি ২০০০
- সামপ্রদান ১৯৯৯
- সান্টান ১৯৯৯
- রণক্ষেত্র ১৯৪৮
- চন্দ্রগ্রাহন ১৯৯৭
- প্রেম জোয়ারে ১৯৯৭
- Nikhonj ১৯৯৬
- কাকাবাবু এইতো গেলেন ১৯৯৫
- সংসার সংগ্রাম ১৯৯৫
- ভালোবাসা হে অন্ধকার ১৯৯২
- সোনার কেলা ১৯৭৪
- সামন্তরাল ২০১৭
- আসামায় ২০১৭
পরিচালক হিসাবে
- হিয়ার মাজে
- সাহিটার শেরা সোময়
- Dhyatterika
- বিজয়নী
- সোম থেকে শনি
টিভি
- ভালোবাসা ডটকম ( স্টার জলশায় প্রচারিত) অগ্নি হিসাবে
- শরৎ হিসাবে বোজেনা বো বোহেনা ( স্টার জলশায় প্রচারিত)
- রাজজোতক ( জি বাংলায় প্রচারিত)
- রাশি ( জি বাংলায় প্রচারিত)
- আপনজন ( কালার্স বাংলায় প্রচারিত)
- ব্যোমকেশ (২০১৪ টিভি সিরিজ) ( কালার্স বাংলায় প্রচারিত)
- আমর দুর্গা ( জি বাংলায় প্রচারিত)
- খোকাবাবু (টিভি সিরিজ) জগন্নাথ মুখোপাধ্যায় ( স্টার জলশায় প্রচারিত ) হিসাবে
- হিরোক রায় চরিত্রে জারোয়ার ঝুমকো ( জি বাংলায় প্রচারিত)
- জাহানারা নিজামুদ্দিন শেখ ( কালার্স বাংলায় প্রচারিত) হিসাবে
জীবনী
২০০৯ সালের ১১ ই ডিসেম্বর কুশল সংগীতা চক্রবর্তীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহবিচ্ছেদের পরে তিনি ২০১৫ সালের জানুয়ারিতে বাংলা চলচ্চিত্রের একজন আসন্ন অভিনেত্রী সঞ্চারি মুখোপাধ্যায়ের সাথে পুনরায় বিবাহ করেছিলেন। [4]
তথ্যসূত্র
- "Kushal Chakraborty movies, filmography, biography and songs - Cinestaan.com"। Cinestaan। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৮।
- "Remembering Ray,frame by frame"। ২ মে ২০০৬। ৭ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০০৮।
- Joyeeta Ganguly (২৮ মে ২০০৭)। "Acting is a tension-free job"। The Times Of India। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০০৮।
- Ruman Ganguly (১৫ ডিসেম্বর ২০০৯)। "Kushal gets hitched!"। timesofindia.com। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৭।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে কুশল চক্রবর্তী (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.