কুলিয়া ইউনিয়ন, মোল্লাহাট
কুলিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[1][2]
কুলিয়া ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৪নং কুলিয়া ইউনিয়ন পরিষদ | |
কুলিয়া ইউনিয়ন কুলিয়া ইউনিয়ন | |
স্থানাঙ্ক: ২২°৫৬′৩৫″ উত্তর ৮৯°৪২′১৬″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | বাগেরহাট জেলা |
উপজেলা | মোল্লাহাট উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৬১ |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ বাবলু মোল্লা |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
মোল্লাহাট উপজেলা থেকে ৪নং কুলিয়া ইউনিয়ন পরিষদের দুরত্ব ১৫ কিলোমিটার। উত্তরে উদয়পুর ইউনিয়ন, দক্ষিণেঃ গাওলা ইউনিয়ন, পূর্বে কোদালিয়া ইউনিয়ন, পশ্চিমে গাংনী ইউনিয়ন।
প্রশাসনিক এলাকা
- নরসিংহপুর
- রংপুর
- ঘোষগাতী
- নতুন ঘোষগাতী
- রামজীবনপুর
- ঠেংগারগাতী
- মাদারতলী
- নাশুখালী
- রাজপাট
- ঘাটবিলা
- বেতবাড়িয়া
- কুলিয়া
- টাকিয়ার কুল
- চরকুলিয়া
আয়তন ও জনসংখ্যা
আয়তনঃ ৪৩০৯ একর। মোট জনসংখ্যাঃ ১৭১০১ জন। মোট পুরুষ সংখ্যা- ৮৮৩৪ জন। মোট মহিলা সংখ্যা- ৮২৬৭ জন।
শিক্ষা
শিক্ষার হার : ৪৫%
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৪ টি
- মাদ্রাসাঃ (সাধারণ ০২ টি, (কওমী ও এতিম খানা ০৬ টি
- সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮ টি
- রেজিষ্টারী প্রাথমিক বিদ্যালয় ৮ টি
- মসজিদ ৩৩ টি
- মন্দির৭ টি
দর্শনীয় স্থান
- উত্তর কুলিয়া এক গুম্বুজ দৈব মসজিদ
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মোঃ বাবলু মোল্লা
ক্রমিক নং | চেয়ারম্যানগণের তালিকা | সময়কাল |
---|---|---|
০১ | মোঃ রফিকুল ইসলাম দুলাল | |
০২ | আঃ সবুর মিয়া | |
০৩ | মোঃ আশরাফুল ইসলাম | |
০৪ | হুমায়ুন কবির | |
০৫ | মোঃ বাবলু মোল্লা | বর্তমান |
তথ্যসূত্র
- "কুলিয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫।
- "মোল্লাহাট উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.