কুর্দিস্তান অঞ্চল জাতীয় ফুটবল দল

কুর্দিস্তান অঞ্চল জাতীয় ফুটবল দল (আরবি: منتخب كردستان العراق الوطني لكرة القدم, কুর্দি: Helbijardey Topî pêy Kurdistan ;ھەڵبژاردەی تۆپی پێی كوردستان, ইংরেজি: Kurdistan Region national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কুর্দিস্তান অঞ্চলের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম কুর্দিস্তান অঞ্চলের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কুর্দিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এপর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করতে পারেনি। ২০০৮ সালের ৭ই জুলাই তারিখে, কুর্দিস্তান অঞ্চল প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; সুইডেনে অনুষ্ঠিত কুর্দিস্তান অঞ্চল এবং সাপমির মধ্যকার উক্ত ম্যাচটি ২–২ গোলে ড্র করেছে।

কুর্দিস্তান অঞ্চল
ডাকনামত্রিরং
অ্যাসোসিয়েশনকুর্দিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনকনিফা
প্রধান কোচখাসরো গ্রুন
সর্বাধিক ম্যাচহায়দার ঘারামান
মাঠবিভিন্ন
ওয়েবসাইটkurdistan-fa.net
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমাননেই (৩১ মার্চ ২০২২)[1]
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৯৭ ২ (৩০ এপ্রিল ২০২২)[2]
সর্বোচ্চ৯৮ (ডিসেম্বর ২০২০)
সর্বনিম্ন১০৮ (জুন ২০১২)
প্রথম আন্তর্জাতিক খেলা
 কুর্দিস্তান অঞ্চল ২–২ সাপমি 
(সুইডেন; ৭ জুলাই ২০০৮)
বৃহত্তম জয়
 তামিল ঈলম ০–৯ কুর্দিস্তান অঞ্চল 
(সুইডেন; ১ জুন ২০১৪)
বৃহত্তম পরাজয়
 সাপমি ৩–১ কুর্দিস্তান অঞ্চল 
(সুইডেন; ১৩ জুলাই ২০০৮)
ভিভা বিশ্বকাপ
অংশগ্রহণ৩ (২০০৮-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (২০১২)

ত্রিরং নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় কুর্দিস্তান অঞ্চলের আর্বিলে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন খাসরো গ্রুন

ফিফা এবং এএফসির সদস্যপদ না থাকার ফলে কুর্দিস্তান অঞ্চল এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপ এবং এএফসি এশিয়ান কাপে অংশগ্রহণ করতে পারেনি। ফিফা বহির্ভূত ফুটবল দলের অংশগ্রহণে আয়োজিত কনিফা বিশ্ব ফুটবল কাপে কুর্দিস্তান অঞ্চল এপর্যন্ত ২ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১৪ কনিফা বিশ্ব ফুটবল কাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, এল্লান ভান্নিনের সাথে উক্ত ম্যাচটি পূর্ণ সময় শেষ হওয়ার পর ১–১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুট-আউটে ৪–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। এছাড়াও, কুর্দিস্তান অঞ্চল ২০১২ ভিভা বিশ্বকাপের শিরোপা জয়লাভ করেছে।

র‌্যাঙ্কিং

ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে কুর্দিস্তান অঞ্চলের কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে কুর্দিস্তান অঞ্চলের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৯৮তম (যা তারা ২০২০ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১০৮। নিম্নে বর্তমানে বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[2]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৯৫ ৩৮  হন্ডুরাস১৪৩৫
৯৬  উগান্ডা১৪৩৩
৯৭  কুর্দিস্তান অঞ্চল১৪২৪
৯৮ ১৭  জাম্বিয়া১৪২০
৯৯  কুরাসাও১৪০৬

প্রতিযোগিতামূলক তথ্য

কনিফা বিশ্ব ফুটবল কাপ

কনিফা বিশ্ব ফুটবল কাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
২০১৪কোয়ার্টার-ফাইনাল৬ষ্ঠ১৪অংশগ্রহণ করেনি
২০১৬কোয়ার্টার-ফাইনাল৮মআমন্ত্রণের মাধ্যমে উত্তীর্ণ
২০১৮উত্তীর্ণ হয়নিঅনুত্তীর্ণ
২০২০করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে বাতিল[3]করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে বাতিল[3]
মোটকোয়ার্টার-ফাইনাল২/৩১০২৩

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২
  3. "Please find our latest update regarding several @CONIFAOfficial matters.pic.twitter.com/5nZXu4FC1p"। এপ্রিল ২৯, ২০২০।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.