কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়

কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় ১৯৫৬ সালের ১১ই জানুয়ারি হরিয়ানার কুরুক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়।[2] এই বিশ্ববিদ্যালয়টি কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় সমিতির সদস্য। পাঞ্জাবের সংস্কৃতজ্ঞ রাজ্যপাল এই বিশ্ববিদ্যালয়টির স্থাপনের প্রস্তাব পেশ করেছিলেন। প্রতিষ্ঠাকালে এখানে শুধু সংস্কৃত বিভাগই বর্তমান ছিল। এটি ৪৭৩ একর (১.৯১ বর্গ কিমি) জমি নিয়ে বিস্তৃত।

কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যযোগাস্থ কুরু কর্মমণি
ধরনশিক্ষাগবেষণা
স্থাপিত১৯৫৬ (1956)
আচার্যহরিয়ানার রাজ্যপাল
উপাচার্যকৈলাশ চন্দ্র শর্মা[1]
অবস্থান,
২৯°৫৭′২৮″ উত্তর ৭৬°৪৮′৫৭″ পূর্ব
শিক্ষাঙ্গনশহুরে
অধিভুক্তিইউজিসি, এনএএসি
ওয়েবসাইটwww.kuk.ac.in

তথ্যসূত্র

  1. "Statutory Officers"www.kuk.ac.in। Kurukshetra University। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৭
  2. "About us"। Kurukshetra University। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-০৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.