কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়
কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় ১৯৫৬ সালের ১১ই জানুয়ারি হরিয়ানার কুরুক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়।[2] এই বিশ্ববিদ্যালয়টি কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় সমিতির সদস্য। পাঞ্জাবের সংস্কৃতজ্ঞ রাজ্যপাল এই বিশ্ববিদ্যালয়টির স্থাপনের প্রস্তাব পেশ করেছিলেন। প্রতিষ্ঠাকালে এখানে শুধু সংস্কৃত বিভাগই বর্তমান ছিল। এটি ৪৭৩ একর (১.৯১ বর্গ কিমি) জমি নিয়ে বিস্তৃত।
![]() | |
নীতিবাক্য | যোগাস্থ কুরু কর্মমণি |
---|---|
ধরন | শিক্ষা ও গবেষণা |
স্থাপিত | ১৯৫৬ |
আচার্য | হরিয়ানার রাজ্যপাল |
উপাচার্য | কৈলাশ চন্দ্র শর্মা[1] |
অবস্থান | , ২৯°৫৭′২৮″ উত্তর ৭৬°৪৮′৫৭″ পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
অধিভুক্তি | ইউজিসি, এনএএসি |
ওয়েবসাইট | www |
![]() |
তথ্যসূত্র
- "Statutory Officers"। www.kuk.ac.in। Kurukshetra University। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৭।
- "About us"। Kurukshetra University। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-০৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.