কুয়াশা সিরিজ

কুয়াশা সেবা প্রকাশনী থেকে প্রকাশিত প্রথম সিরিজ। কাজী আনোয়ার হোসেন সৃষ্ট এই অ্যাডভেঞ্চার সিরিজের প্রথম বই ‘কুয়াশা’ নামে প্রকাশিত হয় ১৯৬৪ সালে, একই সাথে এটি সেবা প্রকাশনীর প্রথম প্রকাশিত বই।

চরিত্র পরিচিতি

বাঙালি তরুণ বিজ্ঞানী কুয়াশা (ছদ্মনাম) এই সিরিজের প্রধান চরিত্র। উল্লেখযোগ্য আরও কিছু চরিত্র হলো শখের গোয়েন্দা শহীদ, তার সহকারী কামাল, সরকারী গোয়েন্দা অফিসার মিস্টার সিম্পসন, কুয়াশার বোন মহুয়া, কুয়াশার সহকারী ডি কস্টা, শহীদের ছোট বোন লিনা এবং শহীদের অনুচর গফুর।

বই সংখ্যা

এই সিরিজের মোট ৭৮টি বই রয়েছে। সিরিজটি বর্তমানে বন্ধ, শেষ বই ‘হলুদ মৃত্যু’ নামে ১৯৯৯ সালে প্রকাশিত হয়েছিলো। পরবর্তীতে বইগুলো ভল্যুম আকারে প্রকাশ করা হয়। এছাড়াও সেবা প্রকাশনীর আরেক জনপ্রিয় সিরিজ মাসুদ রানা’র ‘সেই কুয়াশা’ ও ‘বাউন্টি হান্টার্স’ বইতেও কুয়াশার উপস্থিতি রয়েছে।

বই তালিকা

কুয়াশা সিরিজের বেশিরভাগ বই কাজী আনোয়ার হোসেনের লেখা। এছাড়া কয়েকটি বই শেখ আবদুল হাকিম লিখেছেন।

সিরিজের সম্পূর্ণ বইয়ের তালিকা নীচে উল্লেখ করা হলো-

ভলিউম নং বইয়ের ক্রম বইয়ের নাম বইয়ের লেখক প্রকাশকাল
ভলিউম ০১ কুয়াশা ০১ কুয়াশা কাজী আনোয়ার হোসেন জুন ১৯৬৪
কুয়াশা ০২ গহীন জঙ্গলে জানুয়ারি ১৯৬৫
কুয়াশা ০৩ পিরামিডের গুপ্তধন ০১ অক্টোবর ১৯৬৫
ভলিউম ০২ কুয়াশা ০৪ পিরামিডের গুপ্তধন ০২ কাজী আনোয়ার হোসেন
কুয়াশা ০৫ মানিকপুর রহস্য ০১
কুয়াশা ০৬ মানিকপুর-রহস্য ০২ জানুয়ারী ১৯৬৬
ভলিউম ০৩ কুয়াশা ০৭ থিসিস ০১ কাজী আনোয়ার হোসেন জুন ১৯৬৬
কুয়াশা ০৮ থিসিস ০২
কুয়াশা ০৯ প্রাচীননকশা সেপ্টেম্বর ১৯৬৭
ভলিউম ০৪ কুয়াশা ১০ বিশাল বন রহস্য কাজী আনোয়ার হোসেন ফেব্রুয়ারি ১৯৬৮
কুয়াশা ১১ লালসা ১৯৬৮
কুয়াশা ১২ ধূসরপ্রান্তর মে ১৯৬৮
ভলিউম ০৫ কুয়াশা ১৩ অপারেশন পেরু ০১ কাজী আনোয়ার হোসেন সেপ্টেম্বর ১৯৬৮
কুয়াশা ১৪ অপারেশন পেরু ০২ অক্টোবর ১৯৬৮
কুয়াশা ১৫ অপারেশন পেরু ০৩ ডিসেম্বর ১৯৬৮
ভলিউম ০৬ কুয়াশা ১৬ খুনী কে? ০১ কাজী আনোয়ার হোসেন জানুয়ারি ১৯৬৯
কুয়াশা ১৭ খুনী কে? ০২ ফেব্রুয়ারি ১৯৬৯
কুয়াশা ১৮ সমুদ্রের অতলে ০১ জুলাই ১৯৬৯
ভলিউম ০৭ কুয়াশা ১৯ সমুদ্রের অতলে ০২ কাজী আনোয়ার হোসেন সেপ্টেম্বর ১৯৬৯
কুয়াশা ২০ নকল কুয়াশা অক্টোবর ১৯৬৯
কুয়াশা ২১ আঁধার রাত্রি নভেম্বর ১৯৬৯
ভলিউম ০৮ কুয়াশা ২২ নাগিনী কাজী আনোয়ার হোসেন মার্চ ১৯৭০
কুয়াশা ২৩ মাস্টার প্ল্যান এপ্রিল ১৯৭০
কুয়াশা ২৪ কঙ্কাল রহস্য ০১ মে ১৯৭০
ভলিউম ০৯ কুয়াশা ২৫ কঙ্কাল রহস্য ০২ কাজী আনোয়ার হোসেন জুন ১৯৭০
কুয়াশা ২৬ অতিমানব ০১ আগস্ট ১৯৭০
কুয়াশা ২৭ অতিমানব ০২ আগস্ট ১৯৭০
ভলিউম ১০ কুয়াশা ২৮ জাহাজ উধাও কাজী আনোয়ার হোসেন আগস্ট ১৯৭০
কুয়াশা ২৯ আত্মহত্যা ডিসেম্বর ১৯৭০
কুয়াশা ৩০ সীমান্ত সংঘাত জানুয়ারি ১৯৭০
ভলিউম ১১ কুয়াশা ৩১ অশান্তির ছায়া কাজী আনোয়ার হোসেন ফেব্রুয়ারি ১৯৭১
কুয়াশা ৩২ গুপ্তচর ০১ মার্চ ১৯৭১
কুয়াশা ৩৩ গুপ্তচর ০২ মার্চ ১৯৭২
ভলিউম ১২ কুয়াশা ৩৪ ভূতুড়ে বাংলো কাজী আনোয়ার হোসেন ডিসেম্বর ১৯৭২
কুয়াশা ৩৫ রক্ত শপথ ০১ ফেব্রুয়ারি ১৯৭৩
কুয়াশা ৩৬ রক্ত শপথ ০২ মার্চ ১৯৭৩
ভলিউম ১৩ কুয়াশা ৩৭ ত্রাস কাজী আনোয়ার হোসেন জুন ১৯৭৩
কুয়াশা ৩৮ অরণ্য রাজ্য ০১ জুলাই ১৯৭৩
কুয়াশা ৩৯ অরণ্য রাজ্য ০২ জুলাই ১৯৭৩
ভলিউম ১৪ কুয়াশা ৪০ অরণ্য রাজ্য ০৩ কাজী আনোয়ার হোসেন জুলাই ১৯৭৩
কুয়াশা ৪১ ভৌতিক বন জুলাই ১৯৭৩
কুয়াশা ৪২ স্বর্ণ চালান ০১ ফেব্রুয়ারি ১৯৭৪
ভলিউম ১৫ কুয়াশা ৪৩ স্বর্ণ চালান ০২ কাজী আনোয়ার হোসেন মার্চ ১৯৭৪
কুয়াশা ৪৪ প্রফেসর ওয়াই ০১ আগস্ট ১৯৭৫
কুয়াশা ৪৫ প্রফেসর ওয়াই ০২ নভেম্বর ১৯৭৫
ভলিউম ১৬ কুয়াশা ৪৬ প্রফেসর ওয়াই ০৩ : আরেক পৃথিবী কাজী আনোয়ার হোসেন অক্টোবর ১৯৭৫
কুয়াশা ৪৭ প্রফেসর ওয়াই ০৪ : বিপদের মাঝে ডিসেম্বর ১৯৭৫
কুয়াশা ৪৮ প্রফেসর ওয়াই ০৫ : আবার একত্রে জানুয়ারি ১৯৭৬
ভলিউম ১৭ কুয়াশা ৪৯ প্রফেসর ওয়াই ০৬ : রহস্যপুরী কাজী আনোয়ার হোসেন জানুয়ারি ১৯৭৬
কুয়াশা ৫০ প্রফেসর ওয়াই ০৭ : শত্রুর কবলে মার্চ ১৯৭৬
কুয়াশা ৫১ ব্রহ্মাস্ত্র ০১ মে ১৯৭৬
ভলিউম ১৮ কুয়াশা ৫২ ব্রহ্মাস্ত্র ০২ কাজী আনোয়ার হোসেন জুন ১৯৭৬
কুয়াশা ৫৩ তুষার নগরী ০১ জুলাই ১৯৭৬
কুয়াশা ৫৪ তুষার নগরী ০২ জুলাই ১৯৭৬
ভলিউম ১৯ কুয়াশা ৫৫ মরণ ছোবল ০১ কাজী আনোয়ার হোসেন আগস্ট ১৯৭৬
কুয়াশা ৫৬ মরণ ছোবল ০২ অক্টোবর ১৯৭৬
কুয়াশা ৫৭ দানব ০১ অক্টোবর ১৯৭৬
ভলিউম ২০ কুয়াশা ৫৮ দানব ০২ কাজী আনোয়ার হোসেন নভেম্বর ১৯৭৬
কুয়াশা ৫৯ অপরাধী ০১ ডিসেম্বর ১৯৭৬
কুয়াশা ৬০ অপরাধী ০২ জানুয়ারি ১৯৭৭
ভলিউম ২১ কুয়াশা ৬১ জিঘাংসা ০১ কাজী আনোয়ার হোসেন জানুয়ারি ১৯৭৭
কুয়াশা ৬২ জিঘাংসা ০২ মার্চ ১৯৭৭
কুয়াশা ৬৩ জিঘাংসা ০৩ মার্চ ১৯৭৭
ভলিউম ২২ কুয়াশা ৬৪ অমূল্য ধন কাজী আনোয়ার হোসেন এপ্রিল ১৯৭৭
কুয়াশা ৬৫ নিখোঁজ ০১ মে ১৯৭৭
কুয়াশা ৬৬ নিখোঁজ ০২ মে ১৯৭৭
ভলিউম ২৩ কুয়াশা ৬৭ অলৌকিক হত্যা ০১ কাজী আনোয়ার হোসেন জুন ১৯৭৭
কুয়াশা ৬৮ অলৌকিক হত্যা ০২ জুন ১৯৭৭
কুয়াশা ৬৯ দস্যু রাজকুমার ০১ আগস্ট ১৯৭৭
ভলিউম ২৪ কুয়াশা ৭০ দস্যু রাজকুমার ০২ কাজী আনোয়ার হোসেন আগস্ট ১৯৭৭
কুয়াশা ৭১ নিঃশব্দ মৃত্যু ০১ সেপ্টেম্বর ১৯৭৭
কুয়াশা ৭২ নিঃশব্দ মৃত্যু ০২ সেপ্টেম্বর ১৯৭৭
ভলিউম ২৫ কুয়াশা ৭৩ ধূর্ত শয়তান ০১ কাজী আনোয়ার হোসেন নভেম্বর ১৯৭৭
কুয়াশা ৭৪ ধূর্ত শয়তান ০২ ডিসেম্বর ১৯৭৭
একক কুয়াশা ৭৫ হাঙ্গর কাজী আনোয়ার হোসেন জানুয়ারি ১৯৮৫
কুয়াশা ৭৬ গুপ্তধন নভেম্বর ১৯৮৫
কুয়াশা ৭৭ কিলার শেখ আবদুল হাকিম ১৯৯৯
কুয়াশা ৭৮ হলুদমৃত্যু ১৯৯৯

এছাড়াও মাসুদ রানা সিরিজের নীচের বইগুলোতে গুরুত্বপূর্ণ চরিত্রে কুয়াশার উপস্থিতি রয়েছে।

বই নং বইয়ের নাম বইয়ের লেখক প্রকাশকাল
মাসুদ রানা ৪১২ সেই কুয়াশা ১ কাজী আনোয়ার হোসেন ২০১১
মাসুদ রানা ৪১৩ সেই কুয়াশা ২ ২০১১
মাসুদ রানা ৪৩৩ বাউণ্টি হাণ্টার্স ১ ২০১৪
মাসুদ রানা ৪৩৪ বাউণ্টি হাণ্টার্স ২ ২০১৪

তথ্যসূত্র

https://sebaprokashoni.com/about-us/

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.