কুমেরু বৃত্ত

কুমেরু বৃত্ত হচ্ছে পৃথিবীর মানচিত্রে প্রদর্শণকৃত প্রধান পাঁচটি বৃত্তের একটি যার অবস্থান সর্ব-দক্ষিণে।

নীল রংএর কুমেরু বৃত্তসহ অ্যান্টার্কটিকের মানচিত্র।

ভূগোল

কুমেরু বৃত্তের মোট দৈর্ঘ্য ১৬,০০০ কিলোমিটার (৯,৯০০ মা)[1]

বসতি

কুমেরু বৃত্তের ভেতরে কোনো স্থায়ী জনবসতি নেই, তবে সেখানে কিছু বৈজ্ঞানিক পরীক্ষণ কেন্দ্র ও গবেষণাগার রয়েছে।

তথ্যসূত্র

  1. Nuttall, Mark (২০০৪)। Encyclopedia of the Arctic Volumes 1, 2 and 3। Routledge। পৃষ্ঠা 115। আইএসবিএন 978-1579584368। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.