হালিশহর থানা

হালিশহর বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি মেট্রোপলিটন থানা। এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন।

হালিশহর
মেট্রোপলিটন থানা
হালিশহর
বাংলাদেশে হালিশহর থানার অবস্থান
স্থানাঙ্ক: ২২°২০′১৪″ উত্তর ৯১°৪৬′৩৮″ পূর্ব বাসা নং ৯, ১নং লেইন, রোড নং ৬, ব্লক বি, হালিশহর
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
শহরচট্টগ্রাম সিটি কর্পোরেশন
প্রতিষ্ঠাকাল২৭ মে, ২০০০
শাসকচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
সরকার
  থানার কার্যনির্বাহকমোহাম্মদ জহির উদ্দিন,
অফিসার ইনচার্জ
আয়তন
  মোট১১.৬৩ বর্গকিমি (৪.৪৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১,৫১,৫১৫
  জনঘনত্ব১৩,০০০/বর্গকিমি (৩৪,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৭০.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪২২৮
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ১৫ ৩৫

আয়তন

হালিশহর থানার আয়তন ৯.৬৪ বর্গ কিলোমিটার (২,৩৮২ একর)।[1]

প্রতিষ্ঠাকাল

২০০০ সালের ২৭ মে ডবলমুরিং থানাপাহাড়তলী থানার কিছু অংশ নিয়ে হালিশহর থানা গঠিত হয়।[2]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হালিশহর থানার মোট জনসংখ্যা ১,৫১,৫১৫ জন। এর মধ্যে পুরুষ ৭৮,০০৮ জন এবং মহিলা ৭৩,৫০৭ জন। মোট পরিবার ৩১,২৯১টি।[1]

অবস্থান ও সীমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পশ্চিমাংশে হালিশহর থানার অবস্থান। এর উত্তরে পাহাড়তলী থানা, পূর্বে ডবলমুরিং থানা, দক্ষিণে বন্দর থানা এবং পশ্চিমে বঙ্গোপসাগর

প্রশাসনিক এলাকা

হালিশহর থানার আওতাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলাকাসমূহ হল:[2]

সংসদীয় আসন

সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[3] সংসদ সদস্য[4][5][6][7][8] রাজনৈতিক দল
২৮৭ চট্টগ্রাম-১০ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮নং শুলকবহর, ১১নং দক্ষিণ কাট্টলী, ১২নং সরাইপাড়া, ১৩নং পাহাড়তলী, ১৪নং লালখান বাজার, ২৪নং উত্তর আগ্রাবাদ, ২৫নং রামপুর২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড ডাঃ আফছারুল আমীন বাংলাদেশ আওয়ামী লীগ

শিক্ষা

হালিশহর থানার আওতাধীন এলাকার সাক্ষরতার হার ৭০.৮%।[1]

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান[2]
  • গার্হস্থ্য অর্থনীতি কলেজ
  • এসওএস ট্রেড স্কুল
  • ফিজিক্যাল ট্রেনিং কলেজ

স্বাস্থ্যকেন্দ্র

হালিশহর থানা এলাকায় যে সকল স্বাস্থ্যকেন্দ্র রয়েছে:[2]

  • আগ্রাবাদ একসেস রোড জেনারেল হাসপাতাল
  • ডিও পয়েন্ট হাসপাতাল
  • রাজ ডেন্টাল ক্লিনিক
  • রয়েল চক্ষু হাসপাতাল

গুরুত্বপূর্ণ স্থাপনা

হালিশহর থানা এলাকায় যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে:[2]

  • বর্ডার সিকিউরিটি গার্ড সেক্টর হেড কোয়ার্টার
  • আর্টিলারী ট্রেনিং সেন্টার এবং স্কুল (বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র আর্টিলারী স্কুল)
  • চট্টগ্রাম জেলা পুলিশ লাইন
  • এস ও এস শিশু পল্লী
  • বিহারী ক্যাম্প

আবাসিক এলাকা

হালিশহর মূলত আবাসিক এলাকা হিসাবে পরিচিত।

উত্তর হালিশহরে রয়েছে হালিশহর আবাসিক এলাকা, যা হালিশহর হাউজিং এস্টেট নামে পরিচিত। হালিশহর হাউজিং এস্টেট ১০ টি ব্লকে বিভক্তঃ A-Block, B-Block, G-Block, H-Block, I-Block, J-Block, K-Block, L-Block, New A-Block এবং New I-Block. সবচেয়ে বড় ব্লক B-Block, যা বঙ্গোপসাগর উপকূলবর্তী।[2]

হাটবাজার ও শপিং সেন্টার

হালিশহর থানা এলাকার প্রধান বাজারসমূহ হলো:[2]

  • বড়পুল বাজার
  • ছোটপুল বাজার
  • আনন্দীপুর বাজার
  • ফইল্যাথলী বাজার

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন

  • বধ্যভূমি: ১টি (আবদপাড়া বাসস্টেশন)[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০
  2. "হালিশহর থানা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০
  3. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
  4. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  5. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  6. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  7. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  8. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.