কুমারগঞ্জ রেলওয়ে স্টেশন
কুমারগঞ্জ রেলওয়ে স্টেশন ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া–নিউ জলপাইগুড়ি রেলপথের একটি রেলওয়ে স্টেশন। কুমারগঞ্জ নামটি কুমার (কুমোর) ও গঞ্জ (বাজার) শব্দদুটি দ্বারা গঠিত হয়েছে। এই স্টেশনটি ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলের কটিহার রেলওয়ে বিভাগে অবস্থিত।[1]
কুমারগঞ্জ রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেলওয়ে | |
অবস্থান | বড়াইল,কুমারগঞ্জ,মালদহ জেলা,পশ্চিমবঙ্গ, ভারত |
স্থানাঙ্ক | ২৫°১৩′৬″ উত্তর ৮৮°৩′৫৬″ পূর্ব |
উচ্চতা | ২৮ মি |
লাইন | হাওড়া–নিউ জলপাইগুড়ি রেলপথ |
প্ল্যাটফর্ম | ২ |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ (ভূপৃষ্ঠ স্টেশন) |
পার্কিং | সহজলভ্য |
অন্য তথ্য | |
স্টেশন কোড | KMRJ |
অঞ্চল | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
বিভাগ | কটিহার রেলওয়ে বিভাগ |
অবস্থান | |
কুমারগঞ্জ রেলওয়ে স্টেশন কুমারগঞ্জের অবস্থান কুমারগঞ্জ রেলওয়ে স্টেশন কুমারগঞ্জের অবস্থান |
তথ্যসূত্র
- "Kumarganj railway station"। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.