কুন-তু-ব্জাং-পো

কুন-তু-ব্জাং-পো (ওয়াইলি: Kun tu bzang po) তিব্বতের রিং-স্পুংস-পা রাজবংশের দ্বিতীয় রাজা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

কুন-তু-ব্জাং-পো রিং-স্পুংস-পা রাজবংশের প্রথম রাজা নোর-বু-ব্জাং-পোর দ্বিতীয় পুত্র ছিলেন। নোর-বু-ব্জাং-পোর প্রথম পুত্র উপসিকার খুব কম বয়সে মৃত্যু হলে কুন-তু-ব্জাং-পো রিং-স্পুংস-পা রাজবংশের পরবর্তী রাজা হন। ফাগ-মো-গ্রু-পা রাজবংশের অষ্টম রাজা কুন-দ্গা'-লেগ্স-পা তাঁকে র্দ্জোং-দ্পোন উপাধি দান করেন।[1] তিনি সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের পৃষ্ঠপোষক হওয়ায় ফাগ-মো-গ্রু-পা রাজবংশের শাসকদের সঙ্গে বিরোধিতা বৃদ্ধি পায়।[2] ১৪৭৯ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যুর পর তাঁর কনিষ্ঠ পুত্র দোন-য়োদ-র্দো-র্জে পরবর্তী রাজা হিসেবে অভিষিক্ত হন।[3]

তথ্যসূত্র

  1. Giuseppe Tucci, Deb t'er dMar po gSar ma. Rome 1971, p. 223.
  2. Tsepon W.D. Shakabpa, One Hundred Thousand Moons, Leiden 2009, p. 276.
  3. Giuseppe Tucci, Tibetan Painted Scrolls, Rome 949, p. 642; Tsepon W.D. Shakabpa, 2009, p. 277.
পূর্বসূরী
নোর-বু-ব্জাং-পো
কুন-তু-ব্জাং-পো
প্রথম রিং-স্পুংস-পা শাসক
উত্তরসূরী
দোন-য়োদ-র্দো-র্জে
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.