কুন-তু-ব্জাং-পো
কুন-তু-ব্জাং-পো (ওয়াইলি: Kun tu bzang po) তিব্বতের রিং-স্পুংস-পা রাজবংশের দ্বিতীয় রাজা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
কুন-তু-ব্জাং-পো রিং-স্পুংস-পা রাজবংশের প্রথম রাজা নোর-বু-ব্জাং-পোর দ্বিতীয় পুত্র ছিলেন। নোর-বু-ব্জাং-পোর প্রথম পুত্র উপসিকার খুব কম বয়সে মৃত্যু হলে কুন-তু-ব্জাং-পো রিং-স্পুংস-পা রাজবংশের পরবর্তী রাজা হন। ফাগ-মো-গ্রু-পা রাজবংশের অষ্টম রাজা কুন-দ্গা'-লেগ্স-পা তাঁকে র্দ্জোং-দ্পোন উপাধি দান করেন।[1] তিনি সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের পৃষ্ঠপোষক হওয়ায় ফাগ-মো-গ্রু-পা রাজবংশের শাসকদের সঙ্গে বিরোধিতা বৃদ্ধি পায়।[2] ১৪৭৯ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যুর পর তাঁর কনিষ্ঠ পুত্র দোন-য়োদ-র্দো-র্জে পরবর্তী রাজা হিসেবে অভিষিক্ত হন।[3]
তথ্যসূত্র
- Giuseppe Tucci, Deb t'er dMar po gSar ma. Rome 1971, p. 223.
- Tsepon W.D. Shakabpa, One Hundred Thousand Moons, Leiden 2009, p. 276.
- Giuseppe Tucci, Tibetan Painted Scrolls, Rome 949, p. 642; Tsepon W.D. Shakabpa, 2009, p. 277.
পূর্বসূরী নোর-বু-ব্জাং-পো |
কুন-তু-ব্জাং-পো প্রথম রিং-স্পুংস-পা শাসক |
উত্তরসূরী দোন-য়োদ-র্দো-র্জে |
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.