কুন্দ্রতুর
কুন্দ্রতুর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভেলুর জেলার একটি আবাসিক অঞ্চল৷ এটি বৃহত্তর চেন্নাইয়ের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি লোকালয়। লোকালয়টি চেন্নাইয়ের পুরাতন মন্দিরগুলির অন্যতম মুরুগা মন্দিরের[1] জন্য পরিচিত। এটি তামিল পেরিয়াপুরাণের লেখক ও প্রসিদ্ধ সন্ত শেক্কীলার জন্মস্থল। [2]
কুন্দ্রতুর குன்றத்தூர் | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
চিত্র:Kundratur2.jpg কুন্দ্রতুর মুরুগান মন্দিরের প্রবেশপথ ও সিঁড়িসহ পারিপার্শ্বিক পার্বত্য দৃশ্য | |
![]() ![]() কুন্দ্রতুর ![]() ![]() কুন্দ্রতুর | |
স্থানাঙ্ক: ১২.৯৯৭৪° উত্তর ৮০.০৯৬৬° পূর্ব | |
রাষ্ট্র | ![]() |
রাজ্য | তামিলনাড়ু |
তালুক | কুন্দ্রতুর |
জেলা | কাঞ্চীপুরম |
আয়তন | |
• মোট | ৯ বর্গকিমি (৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫৪,৯৫৬ |
• জনঘনত্ব | ৬,১০০/বর্গকিমি (১৬,০০০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০৬৯ |
যানবাহন নিবন্ধন | TN-85 (টিএন-৮৫) |
কুন্দ্রতুরে অবস্থিত অন্যান্য উল্লেখযোগ্য মন্দির হল কন্ধলীশ্বর মন্দির, তিরুবূরগ পেরুমাল মন্দির, তিরু নাগেশ্বর মন্দির ও দৈব পুলবর শেক্কীলা মন্দির। এখানে কিছু বৈদিক মন্দির ও পবিত্র আধার রয়েছে, সম্প্রতি ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই বিষয়গুলি নিয়ে গবেষণা করছেন।[3] লোকালয়টির নিকটতম রেলস্টেশন হল চেন্নাই শহরতলি রেলওয়ের অন্তর্গত পল্লাবরম রেলওয়ে স্টেশন।
পরিকাঠামো
- কুন্দ্রতুর তালুক দপ্তর: ২০১৯ খ্রিস্টাব্দে কুন্দ্রতুর কাঞ্চীপুরম জেলার একটু তালুকে পরিণত হয়।
- কুন্দ্রতুর সাব-রেজিস্ট্রার অফিস
- কুন্দ্রতুর আঞ্চলিক পরিবহন অফিস - যান নিবন্ধন TN 85 (টিএন ৮৫)
- কুন্দ্রতুর বাস ডিপো
![](../I/ValluvarStatueKundrathur.jpg.webp)
বল্লুবর মূর্তি, কুন্দ্রতুর
তামিলনাড়ু রাজ্যের ১৬৩ টি বিজ্ঞাপিত এলাকার (মেগালিথিক সাইট) মধ্যে এটি একটি।[4]
![](../I/KuralDiscourse.jpg.webp)
২০১৯ সালের জানুয়ারি মাসে কুন্দ্রতুরে অনুষ্ঠিত তামিল কুরল বক্তৃতা
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২১।
- Sujit Mukherjee। A Dictionary of Indian Literature: Beginnings-1850। Orient Blackswan, 1998 - Literary Criticism - 434 pages। পৃষ্ঠা 356।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২১।
- Madhavan, D. (২০ ডিসেম্বর ২০১২)। "National Institute of Siddha modifies expansion plan"। The Hindu। Chennai। সংগ্রহের তারিখ ২৩ ডিসে ২০১২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.