কুতুকছড়ি ইউনিয়ন
কুতুকছড়ি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত রাঙ্গামাটি সদর উপজেলার একটি ইউনিয়ন।
কুতুকছড়ি | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() কুতুকছড়ি ![]() ![]() কুতুকছড়ি | |
স্থানাঙ্ক: ২২°৪৩′১৩″ উত্তর ৯২°৪′৪৩″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | রাঙ্গামাটি সদর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | কানন চাকমা |
আয়তন | |
• মোট | ৪৬.৬২ বর্গকিমি (১৮.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬,৭৯১ |
• জনঘনত্ব | ১৫০/বর্গকিমি (৩৮০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৩.০৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৫০০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
কুতুকছড়ি ইউনিয়নের আয়তন ১১,৫২০ একর (৪৬.৬২ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কুতুকছড়ি ইউনিয়নের লোকসংখ্যা ৬,৭৯১ জন। এর মধ্যে পুরুষ ৩,৪২২ জন এবং মহিলা ৩,৩৬৯ জন।[2]
অবস্থান ও সীমানা
রাঙ্গামাটি সদর উপজেলার উত্তর-পশ্চিমাংশে কুতুকছড়ি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার।[3] এ ইউনিয়নের দক্ষিণে সাপছড়ি ইউনিয়ন, পূর্বে কাপ্তাই হ্রদ ও বন্দুকভাঙ্গা ইউনিয়ন, উত্তরে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন এবং পশ্চিমে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
কুতুকছড়ি ইউনিয়ন রাঙ্গামাটি সদর উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাঙ্গামাটি কোতোয়ালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি ১১১নং কুতুকছড়ি, ১১২নং ডলুছড়ি ও ১১৩নং তৈমিদং এ ৩টি মৌজায় বিভক্ত।[2]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | হেডম্যান পাড়া, কুতুকছড়ি বাজার |
২নং ওয়ার্ড | বাদলছড়ি পাড়া, চেগেইয়াছড়ি পাড়া |
৩নং ওয়ার্ড | চংড়াছড়ি, বটতলী, হাজাছড়া |
৪নং ওয়ার্ড | কুতুকছড়ি উপর পাড়া, নোয়াদম পাড়া, কলাবনিয়া পাড়া |
৫নং ওয়ার্ড | কুতুকছড়ি নিচের পাড়া, কুতুকছড়ি মধ্যপাড়া, বদলমাছড়া |
৬নং ওয়ার্ড | মোনতলা পাড়া, ডলুছড়ি, বাজেছড়া |
৭নং ওয়ার্ড | গাদছড়া, দীঘলছড়ি, বামে তৈমিদং |
৮নং ওয়ার্ড | পুটিছড়ি, পেরাছড়া, নারনছড়া |
৯নং ওয়ার্ড | পুটিখালী উপর পাড়া, পুটিখালী নিচের পাড়া, পুটিখালী ভূঁইয়াআদাম পাড়া, নতুন কেরেটছড়ি |
শিক্ষা ব্যবস্থা
কুতুকছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ৪৩.০৯%।[1] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- বড় মহাপূরম উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- তৈমিদং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কুতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চেগেইয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ কুতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নতুন কেরেটছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বটতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় তৈমিদং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিএম কিন্ডারগার্টেন স্কুল
- ভাগ্যধন কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মৌনতলা সূর্য্যকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুষেন কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
কুতুকছড়ি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক রাঙ্গামাটি-মহালছড়ি সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া রাঙ্গামাটি জেলা সদর থেকে নৌপথেও এ ইউনিয়নে যোগাযোগ করা যায়।[3]
খাল ও নদী
কুতুকছড়ি ইউনিয়নের পূর্ব দিকে রয়েছে কাপ্তাই হ্রদ। এছাড়া রয়েছে কুতুকছড়ি খাল, ডলুছড়ি খাল এবং তৈমিদং খাল।[8]
হাট-বাজার
কুতুকছড়ি ইউনিয়নের প্রধান হাট-বাজার হল কুতুকছড়ি বাজার।[9]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- লাল মোহন কার্বারী
- কালোমনি চাকমা, সহকারী উপ-পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ।[11]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: কানন চাকমা
- প্যানেল চেয়ারম্যান: সরোজ চাকমা[12]
তথ্যসূত্র
- "রাঙ্গামাটি সদর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "এক নজরে ইউপি - ৪ নং কুতুকছড়ি ইউনিয়ন-"। kutukchariup.rangamati.gov.bd।
- "যোগাযোগ ব্যবস্থা - ৪ নং কুতুকছড়ি ইউনিয়ন-"। kutukchariup.rangamati.gov.bd।
- "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"। kutukchariup.rangamati.gov.bd।
- "উচ্চ মাধ্যমিক বিদ্যালয়"। kutukchariup.rangamati.gov.bd।
- "নিম্ন মাধ্যমিক বিদ্যালয়"। kutukchariup.rangamati.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41401&union=11%5B%5D
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৮।
- "হাট বাজার - ৪ নং কুতুকছড়ি ইউনিয়ন-"। kutukchariup.rangamati.gov.bd।
- "দর্শণীয় স্থান - ৪ নং কুতুকছড়ি ইউনিয়ন-"। kutukchariup.rangamati.gov.bd।
- "প্রখ্যাত ব্যক্তিত্ব"। kutukchariup.rangamati.gov.bd।
- "চেয়ারম্যান এর প্রোফাইল"। kutukchariup.rangamati.gov.bd।