কুড়িকাহনিয়া ইউনিয়ন
কুড়িকাহনিয়া ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1][2]
কুড়িকাহনিয়া | |
---|---|
ইউনিয়ন | |
৯নং কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ। | |
কুড়িকাহনিয়া কুড়িকাহনিয়া | |
স্থানাঙ্ক: ২৫°৮′৪৮″ উত্তর ৮৯°৫৫′৪২″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | শেরপুর জেলা |
উপজেলা | শ্রীবরদী উপজেলা |
আসন | শেরপুর (৩)১৪৮ |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ ফিরোজ খান নুন |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
কুড়িকাহনিয়া ইউনিয়ন শেরপুর জেলা শহর থেকে ২ কি:মি: উত্তরে শেরপুর পৌরসভার সীমানা সংলগ্ন ইউনিয়ন।
প্রশাসনিক এলাকা
গ্রাম সমূহ–
১। কুরুয়া কাজীপাড়া
২। কুরুয়া উত্তরপাড়া
৩। কুরুয়া পশ্চিমপাড়া
৪। কুরুয়া ভটিপাড়া,
৫। কুরুয়া গড়খোলা,
৬।কুরুয়া গড়খোলা,
৭। কুড়িকাহনীয়া
৮। আশিনাকান্দা
৯। নৈলেরপাড়
১০। ইন্দিলপুর পশ্চিমপাড়া
১১। ইন্দিলপুর মধ্যপাড়া
১২। ইন্দিলপুর মোল্লাপাড়া
১৩। ইন্দিলপুর দক্ষিণপাড়া
১৪। ইন্দিলপুর পূর্বপাড়া
১৫। তেজারকান্দি
১৬। কারার পাড়া
১৭। চিথলিয়া
১৮। পূব ঝিনিয়া
১৯। পশ্চিম ঝিনিয়া
আয়তন ও জনসংখ্যা
আয়তন– ১৫ বর্গ কিঃ মিঃ। জনসংখ্যা– ২৪৪১০ জন।
শিক্ষা
শিক্ষার হার : ৪৯%।
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০টি
- উচ্চ বিদ্যালয় ৫টি
- কলেজ ১টি
- মাদ্রাসা- ১টি
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- খোরশেদ আলম (রিয়ার এডমিরাল) -পররাষ্ট্র মন্ত্রনালয়ের সাবেক সচিব।
- আব্দুল হালিম -সাবেক মহা পরিচালক, উত্তরা ব্যাংক লিমিটেড।
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মোঃ আজহার আলী
চেয়ারম্যানগণের নাম | সময়কাল |
আশরাব আলী | ১৯৮০-১৯৮৫ |
নিয়াকত আলী তালুকদার | ১৯৮৫-১৯৯০ |
সিরাজুলহক | ১৯৯০-১৯৯৫ |
নিয়াকত আলী তালুকদার | ১৯৯৫-২০০০ |
আসাদুজ্জামান | ২০০১-২০০৫ |
ফিরুজ খান নূন | ২০০৫-২০১১ |
মো: আজহার আলী | ২০১১- |
আরও দেখুন
তথ্যসূত্র
- "কুড়িকাহনিয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৬ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০।
- "শ্রীবর্দী উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০।