কুট্টুস

কুট্টুস (ইংরেজি: Snowy; ফরাসি: Milou) হল দুঃসাহসী টিন‌টিন কমিক সিরিজের নায়ক টিনটিনের পোষা কুকুর। টিনটিন সিরিজের সব অভিযানেই সার্বক্ষনিক সঙ্গি হিসেবে টিনটিনের সাথে কুট্টুসকে দেখা যায়। অনেক গল্পেই টিনটিন ও কুট্টুস এই দুইয়ের মধ্যে একজন অপরজনের জীবন রক্ষা করে। সারা দেহ ধবধবে সাদা লোমে ঢাকা কুট্টুস ফক্স টেরিয়ার জাতের কুকুর। কমিকে কুট্টূসকে প্রায়ই অনেক কিছু চিন্তা করতে দেখা যায়, অধিকাংশই রসিকতা পূর্ণ মন্তব্য, যা বেলুন-আঊট বা ক্লাঊডের মাধ্যমে দেখান হয়। কুট্টুস বাস্তুবিক পক্ষে কোন কথা না বল্লেও, টিনটিনের সাথে মনের ভাব প্রকাশে কখনোই খুব একটা সমস্যা হয় না। আকারে ছোটোখাটো হলেও কুট্টুস খুব সাহসী, প্রায়ই গল্পের খল চরিত্র গুলোকে পায়ে কামড়ে দিয়ে সঙ্কটময় পরিস্থিতিতে টিনটিন কে সাহায্য করে। তবে কুট্টুস মাকড়শা ভয় পায়।

কুট্টুস
Snowy (Milou), by Hergé
প্রকাশনার তথ্য
প্রকাশকCasterman (Belgium)
প্রথম আবির্ভাবTintin in the Land of the Soviets (1929)
The Adventures of Tintin
নির্মাতাএর্জে
কাহিনীর তথ্য
পূর্ণ নামSnowy
দলের অন্তর্ভুক্তিList of main characters
পার্শ্বচরিত্রTintin

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    • Tintin.com – List of characters on official website
    • Tintinologist.org – List of characters on oldest and largest English-language Tintin fan site
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.