কীলকট্টলাই
কীলকট্টলাই দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেন্নাই জেলায় চেন্নাই শহরের উপকণ্ঠে অবস্থিত একটি জনবসতিপূর্ণ শহর। চেন্নাই মহানগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত লোকালয়টি পল্লাবরম পৌরসভার অন্তর্গত৷
কীলকট্টলাই கீழ்க்கட்டளை | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
![]() ![]() কীলকট্টলাই ![]() ![]() কীলকট্টলাই ![]() ![]() কীলকট্টলাই | |
স্থানাঙ্ক: ১২.৯৬৪৮৭° উত্তর ৮০.১৯৬১১° পূর্ব | |
রাষ্ট্র | ![]() |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | চেন্নাই জেলা |
মহানগর | চেন্নাই |
সরকার | |
• শাসক | পল্লাবরম কর্পোরেশন |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল, ইংরাজী |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০১১৭ |
নগরায়ন | সিএমডিএ |
চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দূরত্ব | ৬ কিলোমিটার (৩.৭ মা) |
পল্লাবরম রেলওয়ে স্টেশন থেকে দূরত্ব | ৪ কিলোমিটার (২.৫ মা) |
পরিসংখ্যান
২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা[1] অনুসারে কীলকট্টলাইয়ের মোট জনসংখ্যা ২৭,৯৮১ জন৷
বর্ষ | জনসংখ্যা | পুরুষ | নারী |
---|---|---|---|
২০০১[2] | ১৭,৪৪০ | ৯,২৪৩ | ৮,১৯৭ |
২০১১[1] | ২৭,৯৮১ | ১৪,০২৭ | ১৩,৯৫৪ |
ইতিহাস
কীলকট্টলাই নামটি এসেছে দুটি তামিল শব্দ কীল ও কট্টলাই থেকে৷ এখানে কীল শব্দটি এসেছে মূলশব্দ কীলক্কু থেকে যার অর্থ পূর্ব এবং কট্টলাই অর্থ গ্রাম৷ পল্লব রাজাদের সময়কালে এটি ছিলো পল্লাবরম বা পল্লবপুরমের পূর্ব দিকে অবস্থিত একটি গ্রাম৷ প্রাথমিকভাবে এটি গ্রাম পঞ্চায়েত হিসাবে ছিলো, পরে ১৯৭০ খ্রিস্টাব্দের ১৭ই জানুয়ারি এটিকে জামিন পল্লাবরম নগর পঞ্চায়েত, ইসা পল্লাবরম নগর পঞ্চায়েত, হস্তিনাপুরম নগর পঞ্চায়েত ও নেমিলিচেরি পঞ্চায়েতের সঙ্গে যুক্ত করে পল্লাবরম পৌরসভা গঠন করা হয়৷[3]
অবস্থান
কীলকট্টলাইয়ের উত্তর দিকে নঙ্গানলুর ও সেন্ট থমাস মাউন্ট, উত্তর-পূর্ব দিকে মাড়িবক্কম ও বেলাচেরি, পূর্ব দিকে তুরাইবক্কম, দক্ষিণ-পূর্ব দিকে পল্লীকরনাই, দক্ষিণ দিকে কোয়িলামবক্কম ও মেটবক্কম, দক্ষিণ-পশ্চিম দিকে তাম্বরম, পশ্চিম দিকে পল্লাবরম ও ক্রোমপেট এবং উত্তর-পশ্চিম দিকে ত্রিশূলম অবস্থিত৷
পরিবহন
মেড়বক্কম প্রধান সড়ক ও পল্লাবরম-তুরাইবক্কম রেডিয়াল রোডের মাধ্যমে কীলকট্টলাই চেন্নাই শহর ও শহরের বাইরের বহু অঞ্চলের সঙ্গে যুক্ত৷ সড়ক ব্যতীত এটি পল্লাবরম, সেন্ট থমাস মাউন্ট রেলওয়ে স্টেশন ও বেলাচেরি মেট্রো স্টেশনের সাথে সহজগম্য৷
বাস পরিষেবা
বাস পরিষেবার মাধ্যমে কীলকট্টলাই আদমবক্কম, মেটবক্কম, ত্যাগরায়নগর, নঙ্গানলুর, বেলাচেরি, তিরুবান্মিয়ুর, মেরিনা সমুদ্র সৈকত, ব্রডওয়ে প্রভৃতি অঞ্চলের সাথে যুক্ত৷ [4]
প্রশাসন
![](../I/Pallavaramwardmap.jpg.webp)
পল্লাবরমের ১৪ ও ১৫ নং ওয়ার্ড মিলে কীলকট্টলাই৷
বিধানসভা
পল্লাবরম বিধানসভা কেন্দ্র[6]
তথ্যসূত্র
- http://censusindia.gov.in/pca/pcadata/Houselisting-housing-TM.html
- "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১।
- http://my.metrocommute.in/Chennai/Using-Buses-or-Trains/Connecting/Kilkattalai
- "Statistical reports of assembly elections"। ভারতের নির্বাচন কমিশন। অক্টোবর ৫, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৮, ২০১০।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১।