কিসমত রেলওয়ে স্টেশন
কিসমত রেলওয়ে স্টেশন বাংলাদেশের পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার একটি রেলওয়ে স্টেশন। আটোয়ারী উপজেলা ও বোদা উপজেলার একমাত্র রেলওয়ে স্টেশন হওয়ার কারণে এই দুই উপজেলার মানুষের কাছে খুব জনপ্রিয়।
কিসমত রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | পঞ্চগড়,রংপুর![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
লাইন | পার্বতীপুর-পঞ্চগড় রেললাইন |
প্ল্যাটফর্ম | ১টি |
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
ইতিহাস | |
চালু | ১৯৬৭ |
অবস্থান | |
![]() |
পার্বতীপুর-পঞ্চগড় রেলপথ |
---|
সূত্র: বাংলাদেশ রেলওয়ে মানচিত্র |
ইতিহাস
কিসমত রেলওয়ে স্টেশনটি পার্বতীপুর-পঞ্চগড় রেললাইন এর পঞ্চগড়- রুহিয়া অংশে অবস্থিত।[1] পঞ্চগড় - রুহিয়া রেললাইনটি পাকিস্তান আমলে ১৯৬৭ সালে তৈরি করা হয়। ২০১৪ সালে সরকার ৯৮২ কোটি টাকা ব্যয় করে পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ডুয়েল গেজ লাইন ও কিছু স্টেশন নতুনভাবে নির্মাণ করে । এসময় কিসমত রেলওয়ে স্টেশনে নতুন ভবন ও পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক বিশ্রামাগার নির্মাণ করা হয়।[2]
পরিষেবা
কিসমত রেলওয়ে স্টেশন যাত্রাবিরতি দেওয়া ট্রেনের নাম নিম্নে দেওয়া হলো:
- দ্রুতযান এক্সপ্রেস
- একতা এক্সপ্রেস
- বাংলাবান্ধা এক্সপ্রেস
- দোলনচাঁপা এক্সপ্রেস
- উত্তরবঙ্গ মেইল
- পঞ্চগড় কমিউটার
- কাঞ্চন কমিউটার
- লোকাল ট্রেন
পঞ্চগড় - ঢাকা রুটে চলাচলকারী পঞ্চগড় এক্সপ্রেস এ স্টেশনে যাত্রাবিরতি দেয় না।
তথ্যসূত্র
- "পঞ্চগড়-ঠাকুরগাঁও রেল বন্ধ ২ দিন"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৬।
- "পঞ্চগড়ের কিসমত রেলওয়ে স্টেশনের বহুমূখী সমস্যা"। আমাদের কন্ঠ। ২০১৯-০৬-১৬। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৬।
লুয়া ত্রুটি মডিউল:পার্শ্ববর্তী_স্ এর 238 নং লাইনে: অজানা লাইন "পঞ্চগড়-পার্বতীপুর"।