কিশোর ভারতী

কিশোর ভারতী একটি জনপ্রিয় বাংলা শিশু কিশোর পত্রিকা। এই পত্রিকার প্রতিষ্ঠাতা খ্যাতনামা সাহিত্যিক দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়। এটি কলকাতা থেকে প্রকাশিত হয়।[1]

কিশোর ভারতী
শারদীয়া কিশোর ভারতী ১৪২৫-এর প্রচ্ছদ
সম্পাদকত্রিদিবকুমার চট্টোপাধ্যায়
সাবেক সম্পাদকদীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
প্রকাশনা সময়-দূরত্বমাসিক
প্রকাশকপত্র ভারতী
প্রথম প্রকাশঅক্টোবর, ১৯৬৮
দেশ ভারত
ভিত্তিকলকাতা
ভাষাবাংলা
ওয়েবসাইটwww.bookspatrabharati.com

ইতিহাস

কিশোর ভারতী প্রথম প্রকাশ শুরু হয় অক্টোবর, ১৯৬৮ সাল থেকে। ১৩৭৫ বঙ্গাব্দের মহালয়ার দিন উপলক্ষ্যে সাহিত্যিক ও সম্পাদক দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় এটি প্রকাশ করেন।[2] এটি একটি মাসিক পত্রিকা। বর্তমানে কিশোর ভারতীর সম্পাদক হলেন দীনেশচন্দ্রের পুত্র ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়[3] কিশোর ভারতীতে কমিক্স, অ্যাডভেঞ্চার উপন্যাস, ছোটগল্প, ঐতিহাসিক ও সামাজিক গল্প ইত্যাদি লিখেছেন সমকালীন খ্যাতনামা সাহিত্যিকরা।[4]

জনপ্রিয় সিরিজ, উপন্যাস এবং গল্প

মূল লেখকগণ

মূল শিল্পী

যেসব খ্যাতনামা শিল্পীরা বিভিন্ন সময়ে কিশোর ভারতী পত্রিকাটির পৃষ্ঠাগুলি এবং কভারগুলি তুলে ধরেছেন তাদের মধ্যে রয়েছেন:

  • নারায়ণ দেবনাথ
  • সূর্য রায়
  • ময়ূখ চৌধুরী
  • সমীর সরকার
  • দেবাশীষ দেব
  • সুব্রত গঙ্গোপাধ্যায়
  • অনুপ রায়
  • রঞ্জন দত্ত
  • সৌরীশ মিত্র
  • সুব্রত মাজী
  • গৌতম দাশগুপ্ত
  • শৈল চক্রবর্তী
  • জুরান নাথ
  • সুদীপ্ত মন্ডল
  • সুযোগ বন্দ্যোপাধ্যায়
  • সৌজন্য চক্রবর্তী
  • সুদীপ্ত দত্ত
  • প্রদীপ্ত মুখার্জী
  • ওঙ্কারনাথ ভট্টাচার্য
  • স্যমন্তক চট্টোপাধ্যায়
  • নচিকেতা মাহাত
  • ডা: সায়ন পাল

বিশেষ সংখ্যা

সারা বছর ধরে বিভিন্ন উপলক্ষ্যে কিশোর ভারতী পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। আর এই সংখ্যাগুলিতে সমসাময়িক বাঙালী লেখক ও কবিরা লেখেন। এই পত্রিকা নববর্ষে বৈশাখী সংখ্যা, ভৌতিক সংখ্যা, গোয়েন্দা ও রহস্য গল্পের বিশেষ সংখ্যা, কল্পবিজ্ঞান সংখ্যা, কলকাতা বইমেলা উপলক্ষ্যে বিশেষ সংখ্যা এবং আরও অন্যান্য বিশেষ সংখ্যা প্রকাশ করে থাকে। এছাড়া দুর্গাপূজার সময় কিশোর ভারতী পত্রিকার প্রায় ৪০০ পৃষ্ঠার একটি শারদীয়া সংখ্যা বের হয়।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Imprint – Patra Bharati | Prestigious Bengali Books" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮
  2. দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়। দীনেশচন্দ্র রচনাসমগ্র ১। কলকাতা: পত্র ভারতী। আইএসবিএন 978-81-8374-447-8।
  3. Desk, Magazine। "কিশোর ভারতী শারদ সংখ্যা প্রকাশ উপলক্ষ্যে আনন্দময় সন্ধ্যা | Kolkata24x7 Magazine" (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮
  4. "সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জের মুখে বাঙালির পুজো সাহিত্য"। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.