কিশমিশ (চলচ্চিত্র)

কিশমিশ হল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা-ভাষার একটি প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করছেন রাহুল মুখোপাধ্যায়। এই চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস এবং এম কে মিডিয়া। চলচ্চিত্রে প্রধান ভূমিকা অভিনয় করেছেন দেব ও রুক্মিণী মৈত্র। পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অঞ্জনা বসু এবং জুন মালিয়া।[1][2]

কিশমিশ
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকরাহুল মুখোপাধ্যায়
প্রযোজকদেব
রচয়িতারাহুল মুখোপাধ্যায়
শ্রেষ্ঠাংশে
সুরকারনিলয়ন চট্টোপাধ্যায়
চিত্রগ্রাহকমধুরা পালিত
সম্পাদকঅমিত রায়
প্রযোজনা
কোম্পানি
  • দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস
  • এম.কে মিডিয়া
পরিবেশকএসএসআর সিনেমা
মুক্তি
  • ২৯ এপ্রিল ২০২২ (2022-04-29)
দৈর্ঘ্য১৪১ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

অভিনয়ে

উৎপাদন

২০২০ সালের নভেম্বরে এই চলচ্চিত্রটি তৈরির কথা ঘোষণা করা হয়। এতে দেব ও রুকমিনী অভিনয় করবেন বলে জানানো হয়।[3]

ছবির নির্মাতারা ছবির চিত্রগ্রহণের মাত্র এক মাস আগে পুরো দলের জন্য একটি পূজার মুহুর্ত পূজার আয়োজন করে।[4]

২০২১ সালের আগস্টে কলকাতায় চলচ্চিত্রটির প্রধান আলোকচিত্রগ্রহণ শুরু হয়, তারপরে দার্জিলিঙে আলোকচিত্রগ্রহণ করা। কাজের এই অংশটি ১০ দিনের মধ্যে শেষ হয়েছিল।[5] ২০২১ সালের ২২ শে সেপ্টেম্বর চলচ্চিত্রটির চিত্রগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হয়।[6]

তথ্যসূত্র

  1. "Dev and Rukmini Maitra talk about their film 'Kishmish'"www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৯
  2. "For Rukmini, it doesn't have to be all work no fun - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৯
  3. "This is when Dev-Rukmini's 'Kishmish' will hit the floors - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৯
  4. "Snapshots from the mahurat of romcom Kishmish"www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৯
  5. Banerjee, Amitava (২০২১-০৯-১৪)। "Dev visits the Hills to shoot for 'Kishmish'"Millennium Post (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৯
  6. "Dev, Rukmini wrap up 'Kishmish' shoot with hilarious Nagin Dance - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.